মঙ্গলগ্রহে রোভারের সফল অবতরনের পেছনে ভারতীয় বংশোদ্ভুত বিজ্ঞানীরা
-
গণশক্তির প্রতিবেদন
- Feb 19, 2021 18:53 [IST]
- Last Update: Feb 19, 2021 18:53 [IST]
সাতমাস মহাকাশে থাকার পর বৃহষ্পতিবার মঙ্গলের মাটিতে সম্পুর্ণ অক্ষত অবস্থায় অবতরন করেছিল মার্স ২০২০ রোভার। এই রোভার অবতরনের পেছনে জড়িয়ে ভারতীয় বংশদ্ভুত বিজ্ঞানীরা। মঙ্গলের পৃষ্ঠে এই অবতরন মোটেই সহজ ছিল না। পৃথিবীতে বসে খুব সন্তর্পণে রোভারের অবতরণ করানোর জন্য যতটা বৈজ্ঞানিক নিপুনতার দরকার ছিল ঠিক ততটা ধৈর্য ধরেই ইতিহাস গড়লেন এই চার বিজ্ঞানী।
নাসার সেই রোভার অবতরনের উচ্চতা প্রক্রিয়া যিনি করেছিলেন তিনি হলেন ভারতীয় বংশোদ্ভুত বিজ্ঞানী, ড: স্বাতী মোহন। মেরিল্যান্ড বিশ্ববিদ্যালয়ের অ্যারোডায়নামিক্স ও অ্যারোইলেকট্রিসিটি বিভাগের অধ্যাপক অনুভব দত্ত। এছাড়াও রয়েছেন সৌম্য দত্ত নামে আরও এক বিজ্ঞানী। যিনি রোভারের জন্য প্যারাশুট ডিজাইন করেছিলেন। সেই প্যারাশুটে চেপেই মঙ্গলের বুকে নামে নাসার ‘মার্স ২০২০ রোভার’ পারসিভের্যিন্স আর ল্যান্ডার। লালগ্রহের প্রাণের খোঁজ করবে এই রোভার।