সেন্ট্রাল ভিস্তা তৈরি শুরু
-
গণশক্তির প্রতিবেদন
- Jan 15, 2021 20:48 [IST]
- Last Update: Jan 15, 2021 20:48 [IST]
ক্রমবর্ধমান আর্থিক দুর্দশায় দেশের মানুষ যখন ধুঁকছেন, তার মধ্যেই দিল্লিতে বিপুল খরচে নতুন সংসদ ভবন তৈরির কাজ শুরু হয়ে গেলো শুক্রবার। গত বছরের ১০ডিসেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর এই স্বপ্নের প্রাসাদের শিলান্যাস করলেও, নানা তরফের আপত্তিতে নির্মাণ কাজ আটকে ছিলো। এদিন এক সরকারি আধিকারিক এই নির্মাণ কাজ শুরুর খবরটি জানিয়ে বলেন, আপাতত খোঁড়াখুঁড়ির কাজ শুরু হয়েছে জোরকদমে। নির্দিষ্ট সময়সীমার মধ্যেই প্রকল্পের কাজ শেষ করার ব্যাপারে আশাবাদী সরকার।
২০২২সালে ভারতের স্বাধীনতার ৭৫তম বার্ষিকীর আগেই ত্রিভূজাকৃতি এই নয়া সংসদ ভবনের কাজ শেষ করার পরিকল্পনা রয়েছে কেন্দ্রের। ২০২২সালের বাদল অধিবেশন নয়া ভবনে বসানোর ইচ্ছাই রয়েছে সরকারের। আনুমানিক ৯৭১কোটি টাকা খরচের এই প্রকল্প রূপায়ণের দায়িত্ব পেয়েছে টাটা প্রজেক্টস লিমিটেড।
প্রবল শীতের মধ্যে দাবি আদায়ে লক্ষ লক্ষ কৃষক যখন দিল্লির খোলা রাস্তায় পড়ে রয়েছেন, প্রাণঘাতী করোনাভাইরাসের টিকা সাধারণ দেশবাসী বিনামূল্যে পাবেন কিনা তা নিয়ে যখন মুখ খুলছেন না মোদী, লকডাউনে কাজ হারিয়ে কোটি কোটি মানুষ যখন অনাহারে দিন কাটাচ্ছেন, সেসময় ‘সেন্ট্রাল ভিস্তা’ নামে এই প্রকল্পে সরকারের অঢেল খরচ নিয়ে জোরালো প্রশ্ন উঠে গিয়েছে।