শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী রনিল বিক্রাসিঙ্ঘে
-
-
- May 13, 2022 08:35 [IST]
- Last Update: May 13, 2022 08:35 [IST]
শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী হিসাবে বৃহস্পতিবার শপথ নিলেন প্রবীণ বিরোধী নেতা রনিল বিক্রমসিঙ্ঘে। তিনি হলেন শ্রীলঙ্কার ২৬তম প্রধানমন্ত্রী। অতীতে চার দফায় দ্বীপরাষ্ট্রের প্রধানমন্ত্রীর পদে ছিলেন ইউনাইটেড ন্যাশনাল পার্টি (ইউডিপি)’র নেতা বিক্রমসিঙ্ঘে (৭৩)। টুইটে নতুন প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান রাষ্ট্রপতি গোতাবায়া রাজাপক্ষ। গত সোমবার দেশে হিংসা ছড়িয়ে পড়ার পরই পদত্যাগ করেন মাহিন্দা রাজাপক্ষ। তার পর থেকে দেশে কোনও সরকার ছিল না। অন্যদিকে সরকার ও বিরোধী পক্ষের সমর্থকদের মধ্যে ভয়াবহ হিংসায় শাসক শ্রীলঙ্কা পোদুজানা পেরামুনা (এসএলপিপি) জোটের এক সাংসদ সহ ৯ জনের মৃত্যু হয়। আহত হন কয়েকশো। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী বিক্রমসিঙ্ঘেকে অভিনন্দন জানান মাহিন্দা রাজাপক্ষও।
অন্যদিকে শ্রীলঙ্কার আদালত প্রাক্তন প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষ ও তাঁর ছেলে নামাল রাজাপক্ষ সহ ১৫ জনের বিদেশ সফরের ওপরে নিষেধাজ্ঞা জারি করেছে। গত সোমবার কলম্বোতে সরকার বিরোধী আন্দোলনকারীদের ওপরে মাহিন্দা রাজাপক্ষ সমর্থকদের হামলার তদন্তের কারণে কলম্বোর ফোর্ট ম্যাজিস্ট্রেট আদালত এদের বিদেশ সফরে নিষেধাজ্ঞা আরোপ করে।
শ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রী বিক্রমসিঙ্ঘেকে কলম্বোতে অবস্থিত ভারতের দূতাবাসের পক্ষ থেকে অভিনন্দন জানান হয়েছে। এদিকে দু’দিন বন্ধ থাকার পরে বৃহস্পতিবার শ্রীলঙ্কার শেয়ার বাজার খোলে। নতুন প্রধানমন্ত্রীর নিয়োগের খবরে শেয়ার সূচক প্রায় ৩ শতাংশ বৃদ্ধি পায়। ডেইলি মিররে প্রকাশ, আগামী ১৭ মে সংসদে রাষ্ট্রপতি গোতাবায়া রাজাপক্ষ বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাব নিয়ে বিতর্ক হবে।
বৃহস্পতিবার কিছু সময়ের জন্য কারফিউ তোলা হয়। এই সময় বহু মানুষকেই কলম্বো থেকে নিজেদের বাড়ি ফিরে যেতে দেখা গেছে। পাশাপাশি কলম্বোতে হিংসা ছড়িয়ে পড়ায় জেলবন্দিদের ব্যবহারের অভিযোগের তদন্ত শুরু হয়েছে। নিউজ ফাস্ট ওয়েবসাইটে খবর, গত সোমবার সরকার বিরোধী আন্দোলনকারীদের আক্রমণে কলম্বোর ওয়াটারেকা জেলের বন্দিদের ব্যবহার করে রাজাপক্ষ পরিবার। এমনই একটি কয়েদিদের দলকে কলম্বোর একটি মহল্লাতে স্থানীয়রা আটক করেন। ওই কয়েদিরাই গোটা ঘটনার কথা জানায়।