পাকিস্তানের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে ইনিংস এবং ১৭৬ রানের বড় ব্যবধানে জয় ছিনিয়ে নিল নিউজিল্যান্ড। পাশাপাশি ২-০ ব্যবধানে সিরিজও জিতল তারা। অনবদ্য পারফরম্যান্সের জেরে আইসিসি টেস্ট ক্রমতালিকায় প্রথমবার শীর্ষস্থান দখল করল নিউজিল্যান্ড।
ক্রাইস্টচার্চ টেস্টে নিউজিল্যান্ডের জয়ে বড় ভূমিকা নিলেন অধিনায়ক কেন উইলিয়ামসন, হেনরি নিকোলস। বল হাতে ম্যাচে ১১ উইকেট কাইল জেমিসনের। প্রথম ইনিংসে পাঁচ উইকেট নিয়েছিলেন তিনি। দ্বিতীয় ইনিংসে হাফডজন উইকেট নিলেন জেমিসন। এই জয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের দৌড়েও রইল নিউজিল্যান্ড।
ঠান্ডা মাথার কেন উইলিয়ামসন বিশ্বক্রিকেটে অনেকের আইকন। ধারাবাহিক পারফরম্যান্সে দলকে ক্রমশ উন্নতির দিকে নিয়ে যাচ্ছেন। চলতি মরশুমে চার ইনিংসে উইলিয়ামসন প্রায় ১৬০ গড়ে করেছেন ৬৩৯ রান। এর মধ্যে রয়েছে দু’টি দ্বিশতরানের ইনিংস এবং একটি শতরান। টেস্ট কেরিয়ারে তাঁর ব্যক্তিগত সর্বাধিক রান (২৫১) এসেছে কিছুদিন আগেই। সম্প্রতি আইসিসি টেস্ট ব্যাটসম্যানদের ক্রমতালিকায় শীর্ষস্থান দখল করেছেন। এবার তাঁর নেতৃত্বে টেস্ট ক্রমতালিকায় শীর্ষস্থানে যাওয়ার ঐতিহাসিক মুহূর্ত নিউজিল্যান্ড ক্রিকেটে।
প্রথমে ব্যাট করে পাকিস্তান ২৯৭ রান করে। জবাবে রানের পাহাড় তৈরি করে নিউজিল্যান্ড। অধিনায়ক কেন উইলিয়ামসনের ২৩৮, এবং হেনরি নিকোলস (১৫৭) ও অলরাউন্ডার ড্যারেল মিচেলের (১০২নঃআঃ) শতরানের সৌজন্যে ৬৫৯/৬ স্কোরে ইনিংসের সমাপ্তি ঘোষণা করে নিউজিল্যান্ড। দ্বিতীয় ইনিংসে পাকিস্তানকে মাত্র ১৮৬ রানে গুটিয়ে দেয় কিউই বোলাররা।
চোটের জন্য ছিলেন না পাকিস্তানের নিয়মিত অধিনায়ক তথা দলের সেরা ব্যাটসম্যান বাবর আজম। তাঁর না থাকাটা বিরাট পার্থক্য গড়ে দেয়। নিউজিল্যান্ড ইনিংসে যেখানে তিনটি শতরান (উইলিয়ামসনের দ্বিশতরান সহ) পাকিস্তানের দুই ইনিংসে মাত্র দু’টি অর্ধশতরানের বেশি স্কোরের ইনিংস।