রাইটার নিয়ে মাধ্যমিকে দিচ্ছে আসিফ
নিজস্ব সংবাদদাতা
কোচবিহার, ১৩ই মার্চ — দুহাতে সামান্য শক্তি থাকলেও কোনও কাজ করতে অক্ষম, পায়ে ভর দিয়ে হাঁটতেও পারে না। হুইলচেয়ারই তার সবসময়ের সঙ্গী। নাম আসিফ ইকবাল। সমস্থ শারীরিক প্রতিবন্ধতাকে উপেক্ষা করেই এ বছর হাইমাদ্রাসার পরীক্ষার্থী সে। কোচবিহার শহরের দেবীবাড়ি এলাকার বাসিন্দা আসিফ নলঙ্গীবাড়ি হাইমাদ্রাসা থেকে পরীক্ষা দিচ্ছে। কোচবিহার ১নং ব্লকের শুটকাবাড়ি একরামূল হাইমাদ্রাসায় সিট পড়েছে তার। বাবা, মা ও দিদি পরীক্ষাকেন্দ্রে পৌঁচ্ছে দিচ্ছে তাকে। হুইলচেয়ারে বসা লিখতে অক্ষম আসিফকে সহযোগিতা করছে এক রাইটার।
শহরের দেবীবাড়ি এলাকায় একটি ছোট্ট গালামালের দোকান চালিয়ে সংসার চালান তার বাবা আরাফত আলি। স্ত্রী গুলেনুর বেগম, মেয়ে সালমা আর বিশেষ চাহিদাসম্পন্ন এই ছেলেকে নিয়ে তাঁর সংসার। সালমা পি এইচ ডি করছে। ছেলে আসিফকে নিয়েও তার অনেক স্বপ্ন। অনেক চিকিৎসার পরও আসিফের শারীরিক কোনও উন্নতি ঘটেনি। অদম্য মানসিক জোরের ওপর ভরসা করেই তার এগিয়ে যাওয়া। হাঁটতে না পারলেও সাঁতারে পারদর্শী সে। রাজ্যস্তরে সাঁতার প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অধিকার করেছিল। এর পাশাপাশি গরিব দুঃস্থদের সাহায্য করতে চায় সে। কোনও কোনও দিন কোচবিহার অন্ধ বিদ্যালয়ে গিয়ে অথবা অনাথ আশ্রমে গিয়ে অভাবের মধ্যেই খাবার বিতরণ করে সে। এমন মানবিক ছেলের জন্য বাবা আরফত আলি সব করতে পারেন বলে জানালেন। বললেন, এই মুহূর্তে তার চাহিদা ছেলে পরীক্ষায় সাফল্যের মুখ দেখুক।