কৃষকদের সমর্থনে এবার নিহাঙ্গরা
-
গণশক্তির প্রতিবেদন
- Jan 16, 2021 16:26 [IST]
- Last Update: Jan 16, 2021 16:26 [IST]
২৬ জানুয়ারি দিল্লিতে ট্রাক্টর মিছিলের জন্য ইতিমধ্যেই মহড়া দিতে শুরু করেছে কৃষক সংগঠন গুলো। তাদের সমর্থনে এবার এগিয়ে এলো পাঞ্জাবের নিহাঙ্গ সম্প্রদায়। শুক্রবার সিংঘু সীমান্তে ঘোড়ার ওপর করে একদফা মহড়াও দেন তাঁরা।
প্রায় ৫০ জন ঘোরসওয়ারী ওইদিন মহড়া দেন। প্রতিবাদ স্থল থেকে ২৬ জানুয়ারির প্রতিবাদ মঞ্চ পর্যন্ত প্রায় ১৫ কিমি পথ তারা ঘোড়া ছোটায়। তিনটি কৃষি আইন প্রত্যাহার না করা হলে ২৬ জানুয়ারি দিল্লির রাজপথে প্রতিবাদ দেখাবেন একথা আগেই জানিয়েছে কৃষকরা। সেই মতই মহড়া চলছে তাঁদের। ওইদিন টিকরি, সিংঘু বিভিন্ন সীমান্ত থেকে প্রতিবাদ মিছিল যাবে দিল্লির উদ্দেশ্যে। শিখ সম্প্রদায়ের মধ্যে যুদ্ধে পারদর্শী হন নিহাঙ্গরা। তলোয়ার চালান, ঘোরাসওয়ারী ইত্যাদি নানা বিদ্যা শেখেন নিহাঙ্গরা। প্রধানত নীল রঙের বস্ত্র পরেন তারা। আর মাথায় থাকে বৃহৎ পাগড়ি।