বিজেপিকে একটাও ভোট নয় বার্তা কৃষকদের
-
গণশক্তির প্রতিবেদন
- Jan 16, 2022 20:42 [IST]
- Last Update: Jan 16, 2022 20:42 [IST]
পাঞ্জাব নির্বাচনে অংশ নেওয়া কৃষক সংগঠন আর সংযুক্ত কিষান মোর্চার সঙ্গে নেই বলে জানাল কৃষক নেতারা। সেই সঙ্গে আসন্ন সমস্ত রাজ্যে নির্বাচনের আগে বিজেপিকে একটিও ভোট নয় সেই আওয়াজ তুলল কৃষক নেতারা। প্রসঙ্গত কৃষকদের টানা আন্দোলনের জেরেই তিনটি কৃষি আইন বাতিল করতে বাধ্য হয়েছে কেন্দ্র।
এদিকে লখিমপুর খেরিতে কৃষক হত্যার প্রতিবাদে আন্দোলনে নামবে সংযুক্ত কিষান মোর্চা। মন্ত্রী অজয় মিশ্রের পদত্যাগের দাবি করে জোর আন্দোলন চালাবে তারা। লখিমপুর খেরিতে গিয়ে নিহত কৃষক পরিবারের সঙ্গে দেখা করবে কৃষক নেতারা। ইতিমধ্যে কৃষক সংগঠন জানিয়েছে ৩১ জানুয়ারি দেশজুড়ে বিশ্বাসঘাতকতা দিবস পালন করবে।