বেড়াচাপা রাইস মিলে জিএসটির আধিকারিকদের হানা
-
গণশক্তির প্রতিবেদন
- Dec 02, 2020 19:48 [IST]
- Last Update: Dec 02, 2020 19:48 [IST]
সকালের আলো ফুটতেই বুধবার আচমকা হানা উত্তর ২৪পরগনার দেগঙ্গা থানার বেড়াচাপা এলাকায় একটি রাইস মিলে। হানা দিল জিএসটি'র আধিকারিকরা। জানা গিয়েছে এই রাইস মিল থেকেই রেশনের খাদ্যসামগ্রী সাপ্লাই হয়। এদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জিএসটির আধিকারিকরা ম্যারাথন জিজ্ঞাসাবাদ করেছেন রাইস মিলের মালিক সহ কর্মীদের। এর আগেও বছর তিন আগে এই রাইস মিলে হানা দিয়েছিল আয়কর দপ্তর। তবে এদিন হানার কারণ নিয়ে কিছু জানাননি জিএসটির আধিকারিকরা। রাইস মিলের মালিকও এই বিষয়ে কিছু বলতে চাননি। রাজস্ব সহ মিল থেকে সাপ্লাই হওয়া খাদ্যদ্রব্যের গুনগত মান নিয়ে সুলুক সন্ধান করার জন্যই ওই রাইস মিলে জিএসটির আধিকারিকরা হানা দিয়েছেন বলেই সূত্রের খবর।

১৬ জন আধিকারিকদের সাথে ১০ জন কেন্দ্রীয় ফোর্সও ছিল। আধিকারিকরা ঢুকেই রাইস মিলের গেট বন্ধ করে দেয়। প্রথম পর্যায়ে মিলের কর্মীদের জিজ্ঞাসাবাদ করেছেন তারা। এরপর সকাল ৮ টা নাগাদ খবর পেয়ে রাইস মিলে চলে আসেন মালিক বাকিবুর রহমান। মিলের যাবতীয় কাগজপত্র নিয়ে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করেছেন তারা। সূত্রে জানা গিয়েছে দূর্গোৎসবের দিন আগে ঘোজাডাঙ্গা সীমান্ত দিয়ে ১৭৫ ট্রাক গম বাংলাদেশে যাচ্ছিল। সেই সময় কাস্টমসের তৎপরতায় ট্রাকগুলি আটক করে পুলিশের হাতে তুলে দেয়। তদন্ত করতে গিয়ে জিএসটির কাগজপত্রের খোঁজখবর করতে গিয়েই জিএসটির আধিকারিকরা বেড়াচাপার এই রাইস মিলের সন্ধান পায়। সেই সূত্র ধরেই এদিন ওই রাইস মিলে হানা দিয়েছেন জিএসটির আধিকারিকরা।