৬ দিন ধরে বৃদ্ধ দম্পতির মৃতদেহ আগলে মেয়ে, চাঞ্চল্য বরাহনগরে
-
গণশক্তির প্রতিবেদন
- Nov 30, 2020 13:22 [IST]
- Last Update: Nov 30, 2020 13:22 [IST]
বরাহনগরের একটি বহুতল থেকে এক দম্পতির পচাগলা দেহ উদ্ধার করল বরাহনগর থানার পুলিশ। জানা গিয়েছে, মৃত একে চৌধুরি (৮০) ও তাঁর স্ত্রী শ্রিপা চৌধুরি দুজনেই ডাক্তার। পাড়ার কারো সাথেই বিশেষ মেলামেশা ছিল না পরিবারের। রবিবার সন্ধ্যাবেলা বরাহনগরের টিএন চ্যাটার্জি রোডের এই বহুতলের বাসিন্দারা পচা গন্ধ পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ এসে দেহ দুটি উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য দেহ দুটিকে পাঠিয়েছে পুলিশ। পাড়ার লোকে জানিয়েছে ওই দম্পতির একমাত্র মেয়ে দেবী তার একমাত্র কন্যাকে নিয়ে বাবা মায়ের সাথেই থাকতেন। মানসিকভারসাম্যহীন হলেও বাবা-মা মারা গেছে সেটা তিনি বুঝতে পারেননি তা মানতে নারাজ পড়শিরা। এমনকি খুনের সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না তারা। জানা গিয়েছে, ঘরের খাটেই ছিল ওই বৃদ্ধ দম্পতির মৃতদেহ। গত ২৩ নভেম্বর থেকে মৃতদেহ দুটি ঘরে পড়েছিল বলে জানা গেছে। জানা গেছে, এদিন তাঁদের এক আত্মীয় বরাহনগর থানায় ফোন করে ঘটনার কথা জানায়। মৃত ওই দম্পতির মেয়েকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।