রহড়ায় বোমা বিস্ফোরণে প্রাণ হারালো এক কিশোর
-
গণশক্তির প্রতিবেদন
- May 14, 2022 20:58 [IST]
- Last Update: May 14, 2022 20:58 [IST]
থানার পিছনের মাঠেই আবর্জনার মধ্যে লুকানো ছিল। বিস্ফোরণ ঘটে যাওয়ায় সেই বোমাতে প্রাণ হারালো এক কিশোর। শনিবার এমনই মর্মান্তিক ঘটনা হয়েছে রহড়া থানা এলাকাতে।
রহড়া থানা অন্তর্গত খড়দহ মধ্য পাতায় বোমা বিস্ফোরণের ঘটনাটি হয়। মৃত কিশোরের নাম শেখ সাহিল (১৭)। জানা গেছে , আবর্জনা থেকে ফেলে দেওয়া কাগজ বাতিল জিনিসপত্র সংগ্রহ করা তার দাদু আবদুল হামিদের পেশা। শনিবার তিনি রহড়া থানার পিছনের মাঠ থেকে এসব সংগ্রহ করে খড়দহ মধ্য পাড়ার বাসস্থানে সেগুলি নিয়ে আসেন। সেগুলি বাছাই করার সময়ে নাতি শেখ সাহিল একটি সেলোটেপ আটকানো কৌটো দেখে কৌতুহল বশত সেটি খোলার চেষ্টা শুরু করে। ঢাকনা থেকে সেলোটেপ খুলতেই বিস্ফোরণ ঘটে। বিকট শব্দে আশপাশের মানুষজন ছুটে এসে রক্তাক্ত অবস্থায় ছটফট করতে দেখেন শেখ সাহিলকে। প্রথমে বারাকপুর বিএনবোস মহকুমা হাসপাতাল এবং সেখান থেকে চিকিৎসকদের সুপারিশক্রমে কামারহাটির সাগর দত্ত মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয় তাকে। তার তলপেট ও ডানহাত মারাত্নক ভাবে জখম হয়েছিল। অস্ত্রোপচার করতে টেবিলে তোলার পরেই সে মৃত্যুর কোলে ঢলে পড়ে।