কোবিন্দের বিমানকে নিজেদের আকাশপথে যেতে দেবে না পাকিস্তান
-
-
- Sep 08, 2019 13:20 [IST]
- Last Update: Sep 08, 2019 03:00 [IST]
ইসলামাবাদ, ৭ সেপ্টেম্বর— ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের বিমানকে নিজেদের আকাশ পথ দিয়ে যেতে দেবে না পাকিস্তান। শনিবার এই নিষেধাজ্ঞা জারির কথা জানান পাকিস্তানের বিদেশ মন্ত্রী শাহ মেহমুদ কুরেশি। তিনি জানিয়েছেন, জম্মু ও কাশ্মীরের পরিস্থিতির জেরেই ভারতকে আকাশ পথ ব্যবহার না করতে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইমরান খানের সরকার।
সোমবার আইসল্যান্ড, সুইৎজারল্যান্ড এবং স্লোভানিয়া সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের। ওই দেশের রাষ্ট্রপ্রধানদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে অংশও নেবেন রাষ্ট্রপতি। ইসলামাবাদের এই সিদ্ধান্তে দু’দেশের কূটনৈতিক সম্পর্ক আরও খারাপ হবে বলেই আশঙ্কা করছে কূটনৈতিক মহল।
পুলওয়ামা আত্মঘাতী হামলার পরপরই বালাকোট অভিযানের ঘটনার জেরে ভারতকে নিজেদের আকাশ পথ ব্যবহার না করতে দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছিল পাকিস্তান। এবার কাশ্মীর থেকে ৩৭০ ধারা বাতিলের পর পুরোপুরি আকাশপথ বন্ধের কথা পাক প্রধানমন্ত্রী ইমরান খান ভাবছেন বলে জানা গিয়েছিল। এবার আরও একধাপ এগিয়ে ভারতের রাষ্ট্রপতি কোবিন্দকে পাক আকাশপথ ব্যবহারের অনুমতি দিল না ইসলামাবাদ। রাষ্ট্রপতির আইসল্যান্ড সফরে যাওয়ার জন্য পাক আকাশপথ ব্যবহার করতে চেয়েছিল নয়াদিল্লি।