ট্রেন অবরোধ দমদম ক্যান্টনমেন্টে
-
গণশক্তির প্রতিবেদন
- Jun 28, 2021 22:13 [IST]
- Last Update: Jun 28, 2021 22:13 [IST]
শিয়ালদহ দক্ষিণের পর এবার বনগাঁ শাখায় রেল অবরোধ। লোকাল ট্রেন চালু ও স্টাফ স্পেশাল ট্রেনে চড়তে দেওয়ার দাবিতে সোমবার সকাল সাড়ে ৯ টা থেকে অবরোধ শুরু করেন নিত্য যাত্রীরা।
গত সপ্তাহের বুধবার ও বৃহস্পতিবার লোকাল ট্রেন চালুর দাবিতে মূলত শিয়ালদহ দক্ষিণ শাখার বেশ কিছু স্টেশনে স্বতঃস্ফূর্ত বিক্ষোভ দেখিয়ে রেল অবরোধ করেন সাধারণ নিত্যযাত্রীরা। এদিন স্টাফ স্পেশাল ট্রেনে সবাইকে চড়তে দেওয়ার দাবি জানিয়ে বনগাঁ শাখার দমদম ক্যান্টনমেন্ট স্টেশনে অবরোধ করেন নিত্যযাত্রীরা।
করোনাকে ‘নিয়ন্ত্রণ’ করতে বন্ধ রয়েছে লোকাল ট্রেন। লকডাউন শিথিল করে বিভিন্ন ক্ষেত্রে কাজ চালু করেছে রাজ্য সরকার। কিন্তু বন্ধ গণপরিবহণ। কাজের জায়গায় যেতে পারছেন না অফিস যাত্রী থেকে শুরু করে বিভিন্ন পেশায় নিযুক্ত মানুষ।
রেলের তরফে চালু হওয়া ‘স্পেশাল’ ট্রেনে তাদের ওঠার কোনও সুযোগ নেই। নিত্যযাত্রীদের বক্তব্য, রোজকার কাজের জন্য বেরতেই হচ্ছে। গণপরিবহণ বন্ধ, স্টাফ স্পেশাল ট্রেনে শুধু জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত মানুষ উঠতে পারছেন। তাদের দাবি শুধু জরুরি পরিষেবার জন্য নয় তাদেরও উঠতে দেওয়া হোক স্টাফ স্পেশাল ট্রেনে। নয়তো লোকাল ট্রেন চালু করে দেওয়া হোক। আরপিএফ ও জিআরপির আধিকারিকরা ঘটনাস্থলে গিয়ে অবরোধকারীদের বোঝানোর চেষ্টা করলে সকাল সাড়ে দশটা নাগাদ অবরোধ উঠে যায়।