নতুন বছরে ফের রেকর্ড হারে বাড়লো পেট্রোল ডিজেলের দাম
-
-
- Jan 08, 2021 02:16 [IST]
- Last Update: Jan 08, 2021 03:00 [IST]
বিদেশে অপরিশোধিত তেলের দাম সেভাবে না বাড়লেও রাজধানী দিল্লি ও মুম্বাইতে বৃহস্পতিবার রেকর্ড হারে বাড়লো পেট্রোল ডিজেলের দাম। একই সঙ্গে মহামারীর বছর ভরে পেট্রোল ডিজেলে কর বসেছে বিপুল হারে। বর্তমানে পেট্রোল ডিজেলে এই করের হার বেড়ে হয়েছে ৬৪ শতাংশ। বিরোধীদের অভিযোগ, হিসাবে দেখা যায় এখন বিশ্বের বাজারে ২৩টাকা লিটার কেনা পেট্রোল ডিজেল দেশে বিক্রি হচ্ছে ৮০টাকা ও ৯০টাকা লিটার। যা বিশ্বের কোথাও হয় না।
এদিন দিল্লিতে পেট্রোলে লিটারে ২৬ পয়সা দাম বেড়ে হয়েছে ৮৪.২০ টাকা লিটার। একই হারে বেড়ে ডিজেলে লিটার পিছু দাম হয়েছে ৭৪.৩৮ টাকা। মুম্বাইতে পেট্রোলে বর্ধিত দাম হয়েছে ৯০.৮৩ টাকা, ডিজেল হয়েছে ৮১.০৭ টাকা লিটার। কলকাতায় এদিন পেট্রোলের বর্ধিত দাম হয়েছে লিটার ৮৫.৬৫টাকা, ডিজেলের দাম হয়েছে ৭৭.৯৭ টাকা লিটার। চেন্নাইতে পেট্রোল হয়েছে ৮৬.৯৬ টাকা এবং ডিজেল হয়েছে ৭৯.৭২ টাকা। দেশে মহামারীর বাজারে রেকর্ড হারে পেট্রো পণ্যের দাম বৃদ্ধির তীব্র সমালোচনা করেছে বিরোধীরা।
এদিন পেট্রোল ডিজেলের রেকর্ড বৃদ্ধির সমালোচনা করে সিপিআই(এম) নেতা সীতারাম ইয়েচুরি বলেন, মহামারীতে প্রবল মন্দায় কলকারখানা বন্ধ হয়ে যাচ্ছে। মানুষ কাজ হারাচ্ছেন। তাদের কোনও আয় নেই। দারিদ্র বেড়েছে। অপুষ্টি বাড়ছে। সেই সময়ে মানুষের দুর্ভোগ কাটানোর কোনও উদ্যোগ নেই মোদী সরকারের। উলটে পেট্রোপণ্যের দাম বাড়িয়ে মানুষের ব্যয়ের বোঝা চাপাচ্ছে কেন্দ্র। কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী বলেন, মানুষের দুর্ভোগ নিয়ে কোনও চিন্তা নেই মোদী সরকারের। তারা মুনাফা কামাতেই বারে বারে পেট্রোল ডিজেলের দাম বাড়িয়ে তা এখন রেকর্ড হারে বেড়ে চলেছে। তার সঙ্গে পেট্রোপণ্যে বাড়ানো হচ্ছে বিপুল কর। শুধু মোদীর সাড়ে ছয় বছরে পেট্রোল ডিজেলে শুল্ক কর চাপিয়ে মানুষের পকেট থেকে বার করে নেওয়া হয়েছে ১৯ লক্ষ কোটি টাকা। বিশ্বে কোথাও মোদী সরকারের মতো এই বিশাল হারে পেট্রোপণ্যে কর আদায় হয় না।
মহামারীর বাজারে লকডাউনে সব বন্ধ হওয়ায় পেট্রোপণ্যের চাহিদা কমে বিশ্বের বাজারে অপরিশোধিত তেলের দাম তলানিতে চলে যায়। বিশ্বের বহু দেশে পেট্রোল ডিজেলের দাম না কমাতেই লক ডাউনে ৫২ মাস দৈনিক পেট্রোল ডিজেলের দাম সংশোধন স্থগিত রাখে কেন্দ্র। আনলকে ফের সব খুলে গেলে আবার দৈনিক পেট্রোল ডিজেলের দাম সংশোধন চালু হয়ে যায়। দাম সংশোধন চালু হতেই দেখা গেল বছরের প্রথমে দিল্লি ও মুম্বাইতেই পেট্রোল ডিজেলের দাম রেকর্ড হারে বেড়ে গেল। এর আগে এই রকম রেকর্ড দাম বেড়েছিল ২০১৮ সালের ৪ অক্টোবর। সেই দিন দিল্লিতে পেট্রোল ও ডিজেলের দাম লিটার পিছু বেড়ে হয়েছিল যথাক্রমে ৮৪ টাকা ও ৭৫.৪৫ টাকা। মুম্বাইতে পেট্রোল ডিজেল হয়েছিল লিটার পিছু যথাক্রমে ৯১.৩৪ ও ৮১ টাকা। প্রসঙ্গত উল্লেখ্য, কেন্দ্র দাম বাড়ানোর নীতি হিসাবে জানিয়েছে সরকারি তৈল বিপণন সংস্থা বিশ্বের বাজারের পেট্রোপণ্যের দামের সঙ্গে সমতা রেখে প্রতিদিন দাম সংশোধন করছে। কেন্দ্রের দাম সংশোধনের এই নীতি কখনোই মানা হয় না। উলটে মুনাফা তোলা হয় পেট্রোপণ্যের দাম নিয়ে। যেমন ২০১৮ সালের ৪ অক্টোবর বিশ্বের বাজারে অপরিশোধিত তেলের দাম বেড়ে ৮০ ডলার প্রতি ব্যারেল হওয়ায় রেকর্ড হারে দিল্লি ও মুম্বাইতে পেট্রোল ও ডিজেলের দাম বেড়েছিল। বৃহস্পতিবার সেই একই রেকর্ড হারে সেই একইভাবে দিল্লি মুম্বাইতে পেট্রোল ডিজেলের দাম বাড়ল, যেসময় বিশ্বের বাজারে অপরিশোধিত তেলের দাম তলানিতে গিয়ে সামান্য বেড়ে এদিন দাড়িয়েছে ৪৯.৫০ ডলার প্রতি ব্যারেল। ২০১৮ সালের রেকর্ড দাম বাড়ানোর সময়ের থেকে আজ প্রায় অর্ধেক দামে অপরিশোধিত তেল বিশ্বের বাজারে বিক্রি হলেও পেট্রোপণ্যের দাম কিন্তু বাড়ল রেকর্ড হারেই। দাম কমে অর্ধেক হলো না। অনেকের স্মরণে আছে রেকর্ড হারে দাম বাড়ায় দেশ জুড়ে প্রতিবাদ হওয়ায় সেসময় মোদী সরকার ১.৫০ টাকা শুল্ক কমায়। এবারে সেরকম কর কমানোর কোনও সম্ভবনাও দেখা যাচ্ছে না। ফলে পরিষ্কার বলাই যায় মোদী সরকারের নীতিতে দামের হার বিশ্বের বাজারে সমতা রেখে সংশোধিত করা হয় বলা হলেও তা হয় না। পুরোটা কারচুপি আর গোঁজামিল চলে মোদী সরকারের পেট্রোপণ্যের দাম সংশোধনের নীতি।
একদিকে পেট্রোল ডিজেলের গোঁজামিলের দাম সংশোধনের নীতিতে বিশ্বের বাজারে কম দামে অপরিশোধিত তেল কিনে বেশি দামে তা দেশে বিক্রি করে ফায়দা তোলা হচ্ছে, তার সঙ্গে চলছে কর চাপিয়ে বিপুল আয় বাড়ানো। মহামারীর নামে মোদী সরকার গত বছর দু’দফায় পেট্রোল ও ডিজেলে শুল্ক কর বসায় লিটার পিছু যথাক্রমে ১৩ টাকা ও ১৫ টাকা হারে। মার্চ ও মে এই দুই মাসে পর পর এই শুল্ক কর চাপিয়ে মোদী সরকার শুধু গত বছরেই মানুষের থেকে তুলে নিয়েছে ১.৬ লক্ষ কোটি টাকা। প্রসঙ্গত উল্লেখ্য, ২০১৪ সালে মোদী সরকার ক্ষমতায় আসার সময় লিটার পিছু পেট্রোলে কর ছিল ৯.৪৮ টাকা। ডিজেলে লিটার পিছু কর ছিল ৩.৫৬ টাকা। বর্তমানে সেই কর বেড়ে পেট্রোলে লিটার পিছু কর হয়েছে ৩২.৯৮ টাকা ডিজেলে তা লিটার পিছু হয়েছে ৩১.৮৩ টাকা। মাত্র ছয় বছরে ১০গুণের বেশি কর বসেছে পেট্রোপণ্যে। পেট্রোমন্ত্রক সূত্রে জানা গেছে, কর এবং ডিলারের কমিশন বাদে বর্তমানে এক লিটার পেট্রোলের দাম পরে ২৬.৩৪ টাকা। বাকি সবটাই কেন্দ্রের কর, রাজ্যের কর, শুল্ক ও কমিশন। মোদী জমানা জুড়েই কর বসেছে চড়া হারে। আবার গত বছর মহামারীকে সামনে রেখে ফের দু’দফায় কর বসিয়ে তোলা হয়েছে বিপুল অর্থ।
এদিকে বিরোধী দল কংগ্রেস জানিয়েছে বর্তমানে অপরিশোধিত তেলের দাম প্রতি ব্যারেল ৪৯.৫০ ডলার হওয়ায় বিশ্বের বাজারে পেট্রোল ডিজেলের দাম দাঁড়িয়েছে ২৩ টাকা লিটার। সেই পেট্রোল ডিজেল দেশে বিক্রি হচ্ছে ৮০ টাকা ও ৯০ টাকা লিটার। এতেই বোঝা যায় কিভাবে কার্যত মোদী সরকার পেট্রোল ডিজেলের দাম নিয়ে জনতার টাকা লুট করছে।