আমেরিকার ইডাহোতে মাঝ আকাশে দুই বিমানের মুখোমুখি সংঘর্ষ। ডিলেন হ্রদের উপর ভেঙে পড়ে বিমান দুটি। মুহূর্তে আগুন ধরে হ্রদের জলে ডুবে যায় বিমান। ঘটনায় আট জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ৬জন যাত্রীর কোনো খোঁজ নেই। ইতিমধ্যেই উদ্ধারকারীরা উদ্ধারকাজ শুরু করেছে। কীভাবে দুর্ঘটনা ঘটল তার তদন্ত শুরু করেছে ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড। তবে ছোট যাত্রীবাহী বিমান হওয়ায় বড় ক্ষতি হয়নি বলে মনে করা হচ্ছে। হ্রদের জলে ডুবুরি নামিয়ে চলছে তল্লাশি। তবে ঠিক কতজন যাত্রী বিমানে ছিলেন তা জানা যায় নি।