ট্রেন থেকে পড়ে ছাত্রের মৃত্যু
-
গণশক্তির প্রতিবেদন
- Nov 13, 2019 20:17 [IST]
- Last Update: Nov 13, 2019 20:17 [IST]
ট্রেন থেকে পড়ে গিয়ে বেসরকারি
পলিটেকনিক স্কুলের ছাত্রের মৃত্যু হলো বুধবার। টিটাগড় ও বারাকপুরের মাঝামাঝি
স্থানে সৌম্যদীপ দত্ত নামে ছাত্রটি পড়ে যান। সৌম্যদীপ বেলঘরিয়া থেকে আপ শান্তিপুর
লোকাল ট্রেনে কল্যাণী যাওয়ার পথে দুর্ঘটনাটি ঘটে। তার পরিচিতিপত্র থেকে জানা যায়, সে নদীয়ার কল্যাণীর একটি বেসরকারি পলিটেকনিক স্কুলের সিভিল
ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র।