মুখ্যমন্ত্রীকে সংযত করবে কে?
একটি পূর্ণাঙ্গ বয়ানের অংশবিশেষ এইরকম: ‘প্রায় কোনও বিধির তোয়াক্কা না করে জীবনের যে দোলা মহানগরে লাগল, তাতে দেশান্তরেও উদ্বেগ বাড়ছে। কালান্তরের পথিক বাঙালি প্রজাতি যদি সময়ের শৃঙ্খলার প্রয়োজনের সঙ্গে সাযুজ্য রাখতে না পারে, তা হলে তা আমাদের কালজয়ী ঐতিহ্যের সঙ্গে তাল মেলানোর বদলে আরও বড় বিপদ ডেকে আনবে না তো? এ দেশের অন্যান্য রাজ্যের অভিজ্ঞতাও সেই বার্তাই দিচ্ছে। আর তাই আমাদের এই বিনম্র আকুতি।’ এই আকুতি বিশিষ্টজনদের, যাঁর মধ্যে নোবেলজয়ী অর্থনীতিবিদও রয়েছেন। বহুল প্রচারিত দৈনিকে তাঁদের দীর্ঘ আবেদনে বহুবিধ আশঙ্কায় বারংবার বলা কথাটি একটি বাক্যে যা দাঁড়ায় তাহলো: এইবারটি সংযত থাকুন। পূজার উদ্যোক্তা আর সাধারণ নাগরিকের কাছে তাই এই আকুল আবেদন ।...