নির্দল হয়ে লড়াই করবে মুখ্যমন্ত্রীর ভাই
-
গণশক্তির প্রতিবেদন
- Jan 16, 2022 20:14 [IST]
- Last Update: Jan 16, 2022 20:14 [IST]
পাঞ্জাব বিধানসভা নির্বাচনের আগে অস্বস্তি বাড়লো কংগ্রেসে। পাঞ্জাবের মুখ্যমন্ত্রী চরণজিৎ সিংহ চান্নির ভাই মনোহর সিংহ রবিবার জানিয়েছেন যে তিনি বাসি পাঠান কেন্দ্র থেকে নির্দল প্রার্থী হয়ে বিধানসভা ভোটের লড়াই করবেন। প্রসঙ্গত এই কেন্দ্র থেকে মুখ্যমন্ত্রীর ভাইকে কংগ্রেসের পক্ষ থেকে টিকিট দেওয়া হয়নি। দলীয় সূত্রে খবর দলের 'এক পরিবার, এক টিকিট' নিয়মের কারণে তিনি ওই কেন্দ্র থেকে টিকিট পাননি। ভাইয়ের এই ঘোষণার পর মুখ্যমন্ত্রীর এখনও প্রতিক্রিয়া জানাননি। বাসি পাঠানা পাঞ্জাবের পুয়াধ সাংস্কৃতিক অঞ্চলে পড়ে।
৮৬ জন প্রার্থীর প্রথম তালিকায় যা কংগ্রেসের পক্ষ থেকে শনিবার প্রকাশ করা হয়েছে তাতে তাদের বিধায়ক গুরপ্রীত সিংহ জিপিকে বাসি পাঠান কেন্দ্র থেকে প্রার্থী করা হয়েছে। মনোহর সিংহ বাসি পাঠান কেন্দ্রে তাকে প্রার্থী না করার দলীয় সিদ্ধান্তকে ভুল বলে চিহ্নিত করেছেন। তিনি জানিয়েছেন ওই বিধানসভা কেন্দ্রের বহু সাধারণ মানুষ তার কাছে আবেদন করেছেন নির্দল প্রার্থী হয়ে বিধানসভা ভোটে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য।
সূত্রের খবর ওই বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বিভিন্ন দলীয় জনপ্রতিনিধিদের সাথে আলোচনার পর নির্দল প্রার্থী হয়ে লড়াই করার কথা ঘোষণা করেছেন মনোহর সিংহ।
পূর্বে প্রাক্তন মুখ্যমন্ত্রী অমরিন্দর সিংহ এবং সিধুর দ্বন্দ্বকে কেন্দ্র করে চরম অস্বস্তিতে পড়তে হয়েছিল কংগ্রেসকে। আর ঠিক বিধানসভা ভোটের একমাস আগে খোদ মুখ্যমন্ত্রীর ভাইয়ের নির্দল হয়ে প্রতিদ্বন্দ্বিতা করার কথা ঘোষণা আরও অস্বস্তি বাড়িয়েছে কংগ্রেসের অভ্যন্তরে।