অফলাইনে পরীক্ষা নেওয়ার দাবিতে রবীন্দ্রভারতীর সল্টলেক ক্যাম্পাসে বিক্ষোভ পড়ুয়াদের
-
গণশক্তির প্রতিবেদন
- May 13, 2022 17:41 [IST]
- Last Update: May 13, 2022 17:41 [IST]
মাত্র ১০ দিনের নোটিসে অফলাইন পরীক্ষার নির্দেশ। আন্দোলনে ছাত্রছাত্রীরা। অফলাইন নয় বরং হোক অনলাইনে পরীক্ষা। যদিও রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের সল্টলেক ক্যাম্পাসে দুরশিক্ষা মাধ্যমে পরাশুনো করা পড়ুয়াদের একাংশের দাবি পরীক্ষা দিতে তারা রাজী কিন্তু এত কম সময়ের নোটিসে কিভাবে তৈরি হবে পড়ুয়ারা যেখানে করোনা অতিমারীর জের প্রায় দুবছর ক্লাসই হয়নি ভালো ভাবে। হাতে গোনা কয়েকটা ক্লাস হলেও তাতে সিলেবাস শেষ হয়নি বলে জানিয়েছে পড়ুয়ারা। তারই মধ্যে মাত্র ১০ দিনের নোটিসে পরীক্ষা দেওয়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।
বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে আরও ক্ষোভ উগড়ে দিয়ে পড়ুয়ারা বলেন তাদের পরীক্ষার জন্য অ্যাডমিট কার্ডও বিলি করা হয়েছে কিন্তু তাতে লেখা আছ অনলাইন মোডে পরীক্ষা হবে। তাহলে কিভাবে কর্তৃপক্ষ অফলাইনে পরীক্ষা নেওয়ার কথা ঘোষণা করতে পারে? তারা আরও জানায় এক একদিন দুটি করেও পরীক্ষা ফেলা হয়েছে। যেহেতু একটা দীর্ঘ সময় ধরে করোনার জন্য এরাজ্যে স্কুল কলেজ বন্ধ ছিল তাই অনেকটাই পিছিয়ে পরেছে বহু ছাত্র-ছাত্রী বলে দাবি তোলে তারা। সেক্ষেত্রে এরকম তরিঘরি করে সিদ্ধান্ত নেওয়া নিয়েও প্রশ্ন তুলেছে বিক্ষোভরত পড়ুয়ারা।