বর্ণবিদ্বেষী কটূক্তির শিকার ভারতের ক্রিকেটাররা
-
গণশক্তির প্রতিবেদন
- Jan 11, 2021 09:56 [IST]
- Last Update: Jan 11, 2021 09:56 [IST]
সিডনি, ১০ জানুয়ারি— ২৪ ঘণ্টাও কাটেনি, বর্ণবিদ্বেষমূলক মন্তব্যের কারণে ভারতীয় টিম ম্যানেজমেন্ট থেকে আইসিসি’র কাছে সরকারিভাবে অভিযোগ করা হয়েছে। আরও একবার সিডনি টেস্টে কটূক্তির শিকার ভারত। তৃতীয় টেস্টের চতুর্থদিনের খেলা চলাকালীন মহম্মদ সিরাজকে বাউন্ডারি লাইনে ফিল্ডিং করার সময়ে ফের বর্ণবিদ্বেষমূলক কটূক্তি করতে থাকে একদল দর্শক। তাঁর অভিযোগের ভিত্তিতে নিউ সাউথ পুলিশ গ্যালারির ছ’জন দর্শককে মাঠ ছাড়তে বলে।
দ্বিতীয় সেশনে ঘটনাটি ঘটে। বাউন্ডারি লাইনে দাঁড়ানো সিরাজকে রবিবার আবার কটূক্তি করা হলে ভারতীয় ক্রিকেটার অন ফিল্ড আম্পায়ার পল রাইফেল ও পল উইলসনকে জানান। তারপর আট মিনিটেরও বেশি সময় ধরে খেলা বন্ধ থাকে। দুই আম্পায়ার অভিযোগ শুনে র্যান্ডউইক এন্ডে গিয়ে নিরাপত্তা আধিকারিকদের সঙ্গে কথা বলেন। ততক্ষণে পুলিশ পৌঁছে যায় স্ট্যান্ডে। নিউ সাউথ ওয়েলস পুলিশ একদল দর্শককে শনাক্ত করে মাঠ ছাড়ার পাশাপাশি এ বিষয়ে একটি তদন্তও শুরু করেছে। সেই সঙ্গে ক্রিকেট অস্ট্রেলিয়া গোটা ঘটনায় দুঃখপ্রকাশ করে নিজেরা একটি তদন্ত শুরু করেছে। ভারতীয় ক্রিকেটমহল সূত্রের খবর, সিরাজকে রবিবার ‘ব্রাউন ডগ’ বলেও কটূক্তি করা হয়েছে।
ঘটনার তীব্র নিন্দা করা হয়েছে ভারতীয় শিবির থেকে। টেস্টে অংশ নিতে না পারলেও বিরাট কোহলি নিজের প্রতিক্রিয়ায় জানিয়েছেন, তাঁকে অতীতে একাধিকবার বর্ণবিদ্বেষমূলক মন্তব্যের শিকার হতে হয়েছে। সাংবাদিক সম্মেলনে রবিচন্দ্রন অশ্বিনের গলাতেও একই সুর। ডানহাতি অলরাউন্ডারের কথায়, অস্ট্রেলিয়ার মাটিতে এই ধরনের কটূক্তি নতুন বিষয় নয়।
শনিবার স্ট্যান্ড থেকে জসপ্রীত বুমরা এবং মহম্মদ সিরাজকে ফিল্ডিং করার সময়ে ‘বাঁদর’ মন্তব্য করে ২০০৭ সালের ‘মাঙ্কিগেট’কাণ্ডের স্মৃতি ফেরায় একদল দর্শক। লাগাতার কটূক্তি করায় শেষে ভারতীয় ড্রেসিংরুম থেকে সাপোর্ট স্টাফরা বেরিয়ে বাউন্ডারির বাইরে দাঁড়িয়ে একপ্রকার পাহারা দেন ফিল্ডারদের। পরে আজিঙ্ক রাহানে, অশ্বিনদের দেখা যায় ম্যাচ আধিকারিকদের সঙ্গে স্টাম্পসের পর দীর্ঘক্ষণ আলোচনা করতে। ভারতীয় টিম ম্যানেজমেন্ট ঘটনার বিশদে বর্ণনা দিয়ে একটি অভিযোগ দায়ের করে ম্যাচ রেফারি ডেভিড বুনের কাছে। যার পরিপ্রেক্ষিতে আইসিসি একটি তদন্তের নির্দেশ দিয়েছে।
বিরাট কোহলি সমালোচনা করে টুইট করেন, ‘বর্ণবিদ্বেষমূলক কটূক্তি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বাউন্ডারি লাইনে দাঁড়িয়ে এইরকম বহু ঘটনার সাক্ষী থেকেছি। উচ্ছৃঙ্খলতা চূড়ান্ত পর্যায়ে পৌঁছালে এমনটা ঘটে। খেলার মাঠে এই ধরনের ঘটনা দেখা দুঃখজনক।’ সাংবাদিক সম্মেলনে অস্ট্রেলিয়া, নির্দিষ্ট করে সিডনির দর্শকদের আচরণ নিয়ে ক্ষোভ উগরে দিতে দেখা গেল অশ্বিনকে। বলেন, ‘এ নিয়ে আমার চতুর্থবার অস্ট্রেলিয়া তথা সিডনি সফর। অতীতেও এমন ঘটনার শিকার হতে হয়েছে আমাদের। দুয়েকবার ক্রিকেটাররা পালটা প্রতিক্রিয়া দিয়ে বিতর্কে জড়িয়েছেন। ক্রিকেটারদের দোষ নয়, দর্শকরা যে ধরনের ভাষা ব্যবহার করেছে, বিশেষ করে বাউন্ডারি লাইনের কাছাকাছি থাকা দর্শকরা, তা সত্যিই অপমানজনক। ভীষণ অশ্লীল সেই ভাষা। এবার ওরা একধাপ আরও এগিয়ে বর্ণবিদ্বেষমূলক মন্তব্য করেছে।’
ক্রিকেট অস্ট্রেলিয়াও গোটা ঘটনার নিন্দা করে কড়া পদক্ষেপের কথা বলেছে। ক্রিকেট অস্ট্রেলিয়ার নিরাপত্তা বিষয়ক প্রধান শন ক্যারল বলেন, ‘ক্রিকেটারদের উদ্দেশে কটূক্তি একেবারেই অনভিপ্রেত। ভারতকে ধন্যবাদ জানাচ্ছি তৎক্ষণাৎ বিষয়টি নিয়ে অভিযোগ করার জন্য। এই ঘটনা আরও বেশি দুঃখজনক, কারণ এত ভালো দু’টো দেশের এত সুন্দর একটা টেস্ট ম্যাচ এই ঘটনায় কলঙ্কিত হলো। আয়োজক হিসাবে আমরা আরও একবার ভারতীয় দলের কাছে ক্ষমাপ্রার্থী।’