সক্রিয় মৌসুমী অক্ষরেখা, বৃষ্টি কলকাতা সহ বিভিন্ন জেলায়
-
গণশক্তির প্রতিবেদন
- Sep 11, 2019 13:53 [IST]
- Last Update: Sep 11, 2019 13:53 [IST]
মৌসুমী অক্ষরেখা সক্রিয় হওয়ার জেরে বুধবার সকাল থেকে বৃষ্টি শুরু হলো কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায়। বৃষ্টি হয়েছে দুই মেদিনীপুরেও। আগামী ৪৮ ঘন্টাতে আরও বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানাল আলিপুর আবহাওয়া দপ্তর।
এদিনের এই বৃষ্টির জেরে শহরের বিভিন্ন জায়গায় জল জমে যায়। সৃষ্টি হয় প্রবল নজটের।
বুধবার সকাল থেকেই কলকাতার আকাশ ছিল মেঘলা। একটু বেলা বাড়তেই শুরু হয় বৃষ্টি। আজ সারা দিন এরকমই আবহাওয়া থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। হালকা থেকে মাঝারি ও ভারী বৃষ্টিও হতে পারে। বৃষ্টি হবে হাওড়া হুগলি ও বর্ধমানেও। উত্তরবঙ্গের দার্জিলিং সহ বিভিন্ন জেলায় বৃষ্টি হতে পারে।