বিধ্বংসী আগুন রাজারহাটে শুলংগুরি কলোনিতে
-
গণশক্তির প্রতিবেদন
- Jan 14, 2021 23:45 [IST]
- Last Update: Jan 14, 2021 23:45 [IST]
শহর জুড়ে পর পর ঝুপড়িতে আগুন লাগছে। প্রায় সব ক্ষেত্রেই দেরিতে দমকল আসছে। আগুন লাগার ঘটনা শুধুই দুর্ঘটনা কিনা প্রশ্ন তুলে ক্ষোভ জানাচ্ছেন অঞ্চলের মানুষ। বাগবাজারের ঝুপড়িতে আগুন লাগার ঘটনার পরের দিনই আগুনে পুড়ে গেল রাজারহাট শুলঙগুড়ি কলোনির একাধিক বাড়ি।
বৃহস্পতিবার সন্ধ্যায় আগুন লাগে রাজারহাট অঞ্চলের জ্যাঙডা হাতিয়ারা ২ নম্বর পঞ্চায়েত অঞ্চলের শুলঙগুড়ি কলোনিতে। জলাজমিতে মাচা উপরে টিনের তৈরি ঘর। দাহ্য পদার্থ দিয়ে তৈরি বাড়ি, শীতের উত্তুরে হাওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পডে।চারটে বাড়ি সম্পূর্ণ পুড়ে ছাই, ব্যাপক ক্ষতিগ্রস্ত আরো প্রায় পাঁচটা বাড়ি।বাসিন্দারা সক্রিয় না হলে আরো অনেক বাড়ি ছাই হয়ে যেত। দমকল আসে অনেক পরে, ততক্ষণে আগুন নিভিয়ে ফেলেছে বাসিন্দারা। চারটে বাড়িতে প্রায় বারোটা পরিবার বসবাস করতেন। তাদের সব পুড়ে ছাই।সুমন ঘোষ, উত্তম মণ্ডল, তাপসী ঢালি, বিধান মণ্ডলদের বাড়ি পুড়ে ছাই। বিধান মণ্ডল এবার উচ্চমাধ্যমিক পরীক্ষা দেবে। সেই জানালো বই সহ সব নথি পুড়ে ছাই। সব হারানো পরিবারের মানুষগুলো অন্ধকারের মধ্যেই ছাই ঘেঁটে চলছে যদি কিছু উদ্ধার হয়। আর তাঁদের কান্নার আওয়াজে মর্মান্তিক পরিবেশ। বন্ধ এক ঘর থেকেই আগুন লেগেছে বলে অঞ্চলের মানুষ জানান। আগুন লাগার কারণ বোঝা যাচ্ছে না। কিছুদিন আগেই এই অঞ্চলের কাছেই গৌরাঙ্গনগর নিবেদিতা পল্লিতে আগুন লেগে প্রায় ২৫টা ঘর ভস্মীভূত হয়ে গেছিল। আগুন লাগার ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে যান সিপিআই (এম) নেতা পরিমল মিস্ত্রি। তিনি জানান ক্ষতিগ্রস্তদের রাতে থাকবার ব্যবস্থা করা হয়েছে শুলঙগুড়ি প্রাথমিক বিদ্যালয়ে। বারবার আগুন লাগার ঘটনায় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করেন।তাঁদের থেকেই জানা যায় এই সব জলাজমি বিক্রি করেছে অঞ্চলের তৃণমূল কংগ্রেস ও বিজেপি'র নেতারাই।এই অঞ্চলে বিজেপি'র একজন পঞ্চায়েত সদস্য ছিলেন। শাসক দলের নেতারা মানুষের ক্ষোভ বুঝে ক্ষতিগ্রস্তদের সাহায্যের আশ্বাস দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে সক্রিয়।নিউটাউন থানার পুলিশ ঘটনাস্থলে আসেন।