রাজীব কুমার মুখ্য নির্বাচন কমিশনার
-
-
- May 13, 2022 00:09 [IST]
- Last Update: May 13, 2022 03:00 [IST]
দেশের নতুন মুখ্য নির্বাচন কমিশনার হচ্ছেন রাজীব কুমার। তিনি সুশীল চন্দ্রের স্থলাভিষিক্ত হতে চলেছেন। বর্তমানে নির্বাচন কমিশনার পদে কর্মরত কুমার ১৫মে নতুন দায়িত্ব নেবেন। তাঁর পূর্বসূরির মেয়াদ শেষ হচ্ছে ১৪মে। বৃহস্পতিবার কেন্দ্রীয় আইন মন্ত্রকের এক বিজ্ঞপ্তিতে এই খবর জানানো হয়েছে।
রাজীব কুমারের জন্ম ১৯৬০ সালের ১৯ফেব্রুয়ারি। বিহার-ঝাড়খণ্ডের ১৯৮৪ ব্যাচের আইএএস অফিসার কুমার ২০২৫ সালের ফেব্রুয়ারি মাস পর্যন্ত মুখ্য নির্বাচন কমিশনার পদে থাকবেন। তদানীন্তন নির্বাচন কমিশনার অশোক লাভাসার ইস্তফার জেরে গত ২০২০ সালের ১সেপ্টেম্বর নির্বাচন কমিশনার হয়েছিলেন তিনি।
রাজীব কুমারের কার্যকালের মেয়াদে তিনি রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতি পদে আসন্ন নির্বাচন পরিচালনা করবেন। আগামী ২০২৪ সালের লোকসভা নির্বাচন পর্যন্ত সামলাতে হবে তাঁকে। একইসঙ্গে তাঁর দায়িত্বেই বেশ কয়েকটি রাজ্যের বিধানসভা নির্বাচনও হবে। এই রাজ্যগুলি হলো অন্ধ্রপ্রদেশ, অরুণাচল প্রদেশ, ছত্তিশগড়. হরিয়ানা, হিমাচল প্রদেশ, ঝাড়খণ্ড এবং মধ্যপ্রদেশ।