রাজ্যসভায় ৫৭ আসনে ভোট ১০ জুন
-
-
- May 13, 2022 00:51 [IST]
- Last Update: May 14, 2022 03:00 [IST]
রাজ্যসভায় ৫৭টি আসনের নির্বাচন আগামী ১০ জুন অনুষ্ঠিত হবে। ওই দিন এই নির্বাচনে ১৫টি রাজ্যের বিধানসভা এবং লোকসভা সদস্যদের ভোট নেওয়া হবে বলে বৃহস্পতিবার নির্বাচন কমিশন সূত্রে জানানো হয়েছে।
আগামী জুলাই, আগস্ট মাসের মধ্যেই রাজ্যসভায় উত্তর প্রদেশের ১১টি, তামিলনাডু ও মহারাষ্ট্রে ৬টি করে আসনের মেয়াদ শেষ হবে। এছাড়াও মেয়াদ উত্তীর্ণ হবে বিহারে ৫টি, অন্ধ্র প্রদেশ, কর্ণাটক ও রাজস্থানে ৪টি করে, মধ্য প্রদেশে ও ওডিশায় ৩টি করে, তেলেঙ্গানা, ছত্তিশগড়, পাঞ্জাব, ঝাড়খণ্ড এবং হরিয়ানায় ২টি করে আসনে। উত্তরাখণ্ডেরও ১টি আসনের মেয়াদ শেষ হয়ে যাবে। এই আসনগুলির শূন্যস্থান পূরণ করতেই ১০ জুন সংশ্লিষ্ট রাজ্যগুলিতে ভোট নেওয়া হবে।