মুমূর্ষু মানুষের পাশে পৌঁছে যাচ্ছেন রেড ভলান্টিয়ারেরা
-
গণশক্তির প্রতিবেদন
- Jan 15, 2022 22:33 [IST]
- Last Update: Jan 15, 2022 22:33 [IST]
ফের করোনা সংক্রমণ গতি পেতেই মুমূর্ষু মানুষের পাশে পৌঁছে যাচ্ছেন রেড ভলান্টিয়ারেরা। ১ জানুয়ারি থেকেই হুগলী জেলার দাদপুর, শ্রীরামপুর, কোন্নগর, কানাইপুর-নবগ্রাম, বাঁশবেড়িয়ায় মানুষের প্রাণ বাঁচাতে এগিয়ে যাচ্ছেন তারা। শনিবার দাদপুর থানার সাটিথান গ্রাম পঞ্চায়েতের দিগনেশ্বর গ্রাম স্যানিটাইজ করলেন রেড ভলান্টিয়ারেরা। কোন্নগর শহর রেড ভলান্টিয়ারেরা এদিন জানান জানুয়ারির প্রথম দিন থেকে এই পর্যন্ত ৭ টি সিলিন্ডার মুমূর্ষু রোগীদের কাছে পৌঁছে দিয়েছেন তারা। পাশাপাশি নবগ্রাম-কানাইপুরের রেড ভলান্টিয়ারেরা জানান এই পর্যন্ত ১০ জন মুমূর্ষু রোগীর কাছে অক্সিজেন সিলিন্ডার পৌঁছে দিয়েছেন তারা। বাঁশবেড়িয়াতেও রেড ভলান্টিয়ারেরা প্রাণপাত করে মুমূর্ষু মানুষের সেবায় আত্মনিয়োগ করেছেন। শ্রীরামপুরের রেড ভলান্টিয়ারেরাও শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা স্যানিটাইজ করা সহ মুমূর্ষু মানুষের বাড়ি বাড়ি অক্সিজেন সিলিন্ডার পৌঁছে দিয়েছেন।