মাদককাণ্ডে জামিন পেলেন রিয়া চক্রবর্তীর ভাই শৌভিক
-
গণশক্তির প্রতিবেদন
- Dec 02, 2020 17:38 [IST]
- Last Update: Dec 02, 2020 17:38 [IST]
জামিন পেলেন রিয়া চক্রবর্তীর ভাই শৌভিক। বুধবার তাঁর জামিন মঞ্জুর করেছে মুম্বাইয়ের মাদক সংক্রান্ত বিশেষ আদালত। অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর একাধিকবার রিয়া ও তাঁর ভাই শৌভিককে জিজ্ঞাসাবাদের জন্য ডাকে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। মাদক পাচারকারীর সঙ্গে যুক্ত থাকার অভিযোগে রিয়া ও তাঁর ভাইকে গ্রেপ্তার করে এনসিবি। মাদকচক্রের সঙ্গে সরাসরি যুক্ত থাকার অভিযোগ রয়েছে শৌভিকের নামে।
গত ৭ অক্টোবর রিয়ার শর্তসাপেক্ষ জামিন মঞ্জুর করে আদালত। সেই সময় শৌভিকের জামিনের আবেদন খারিজ হয়ে যায়। নভেম্বরে নতুন করে আবার জামিনের আবেদন জানায় শৌভিকের আইনজীবী। এদিন সেই আবেদন মঞ্জুর করে মুম্বাইয়ের মাদক সংক্রান্ত বিশেষ আদালত। গ্রেপ্তারির প্রায় তিন মাস পরে জামিন পেলেন রিয়া চক্রবর্তীর ভাই শৌভিক চক্রবর্তী। আগে পরে হলেও মাদক মামলায় ভাই-বোন দুজনেই জামিনে ছাড়া পেলেন।