পাটনায় মিছিলে পুলিশের লাঠি, জখম কুশওয়াহা
-
গণশক্তির প্রতিবেদন
- Feb 02, 2019 19:37 [IST]
- Last Update: Feb 02, 2019 19:43 [IST]
পাটনা, ২ ফেব্রুয়ারি- পাটনায় আক্রান্ত রাষ্ট্রীয় লোক সমতা পার্টির (আরএলএসপি) নেতা উপেন্দ্র কুশওয়াহা। শনিবার পাটনায় জন আক্রোশ মিছিলে ব্যাপক লাঠি চালায় নীতিশ কুমারের পুলিশ। লাঠির আঘাতে জখম হয়েছেন কুশওয়াহা। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক মাধব আনন্দ জানিয়েছেন, হামলা চালানো হয়েছে কুশওয়াহার উপরেও। সেই হামলার শিকার হয়েছেন দলের আরও বেশ কিছু নেতা-কর্মী।
কিছু দিন আগেই তিনি বিজেপি-র সঙ্গে সম্পর্ক ছেদ করেছেন কুশওয়াহা। সেই আক্রোশেই তাঁর ওপর আক্রমণ চালাল নীতিশ সরকার, এমনই অভিযোগ করেছেন কুশওয়াহা।
বিহারের সমস্ত শিক্ষা ক্ষেত্রে অরাজকতা ও পঠনপাঠনের মান নেমে যাওয়ার প্রতিবাদে শনিবার মিছিলের ডাক দিয়েছিল আরএলএসপি। পাটনার গান্ধী ময়দান থেকে রাজভবন পর্যন্ত মিছিল শুরু হলেও রাজভবন পৌঁছানোর আগেই তাঁদের ওপর চড়াও হয় ও লাঠি চালাতে শুরু করে পুলিশ। লাঠির আঘাতে আহত হন কুশওয়াহা। তাঁকে উদ্ধার করে দলের কর্মীরাই নিয়ে যায় একটি বেসরকারি হাসপাতালে।