জায়গা মজবুত করতে মরিয়া চারে থাকা আরসিবি
-
-
- May 13, 2022 10:52 [IST]
- Last Update: May 13, 2022 10:52 [IST]
প্রথম চারে রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বাঙ্গালোর। তবুও তাদের স্থান সুরক্ষিত নয়। সৌজন্যে নেতিবাচক রান-রেট। পাঞ্জাব কিংসের জন্য হিসাব পরিষ্কার। বাকি সব ম্যাচ জিততেই হবে। তবেই সুযোগ রয়েছে প্রথম চারে জায়গা করে নেওয়ার।
এবারের প্রতিযোগিতায় ১২ ম্যাচ খেলেছে আরসিবি। জয় সাত ম্যাচে। ১৪ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছে তারা। পাঞ্জাব কিংস ১১ ম্যাচে ১০ পয়েন্ট সংগ্রহ করেছে। আরসিবি’র মতো তাদেরও নেট রান রেট নেতিবাচক। তাই জয়ের পাশাপাশি রান রেটেও নজর রাখতে হবে। পাঞ্জাব দলে ম্যাচ উইনারের অভাব নেই। কিন্তু ধারাবাহিকতার অভাবে ভুগেছে তারা। কোনও ম্যাচ জিতলে, পরের ম্যাচেই হার।
রয়্যাল চ্যালেঞ্জার্স বাঙ্গালোর তুলনামূলক ভালো অবস্থায়। মাঝে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচে মাত্র ৬৮ রানে অলআউট হয় তারা। একটা হারে সাময়িক বিপর্যয় এসেছিল। হারের হ্যাটট্রিকও করে। সেখান থেকে ঘুরের দাঁড়িয়ে পরপর দু’ম্যাচে জিতে প্রথম চারে জায়গা করে নিয়েছে। পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ব্যাটসম্যান হিসাবে বাড়তি সাফল্য রয়েছে আরসিবি অধিনায়ক ফাফ ডুপ্লেসির। ১৩ ইনিংসে পাঞ্জাবের বিরুদ্ধে ৭০২ রান করেছেন তিনি। এবারের মরশুমেও আরসিবি ব্যাটসম্যানদের মধ্যে ভালো ছন্দে রয়েছেন ডুপ্লেসিই। পাঞ্জাবের বিরুদ্ধে প্রথম লেগে ৮৮ রানের অনবদ্য ইনিংস খেলেছিলেন আরসিবি অধিনায়ক।
গত ম্যাচে হায়দরাবাদের বিরুদ্ধে ফিরতি লেগের ম্যাচে ৬৭ রানের বড় ব্যবধানে জিতেছে আরসিবি। ব্যাটিং বিভাগে যেমন বিরাট কোহলির ছন্দ নিয়ে হতাশা রয়েছে। তেমনই তরুণ ব্যাটসম্যান রজত পতিদার ধারাবাহিকতায় নজর কাড়ছেন। অথচ পরিবর্ত খেলোয়াড় হিসাবে আরসিবি’তে সুযোগ পেয়েছিলেন রজত। তেমনই বোলিং বিভাগে জশ হ্যাজলউড, মহম্মদ সিরাজ, হর্ষল প্যাটেলরা ধারাবাহিক ভরসা দিচ্ছেন। মাঝে ছন্দ হারানোয় প্রশ্ন উঠছিল লেগস্পিনার ওয়ানিন্দু হাসরাঙ্গাকে ঘিরে। গত ম্যাচে ৪ ওভারে মাত্র ১৮ রান দিয়ে ৫ উইকেট নিয়ে সমালোচকদের মুখ বন্ধ করেছেন শ্রীলঙ্কার এই লেগস্পিনার।
বাঙ্গালোর : পাঞ্জাব, সন্ধ্যা ৭.৩০