প্রয়াত নাট্যঅভিনেত্রী শাঁওলি মিত্র
-
গণশক্তির প্রতিবেদন
- Jan 17, 2022 02:11 [IST]
- Last Update: Jan 16, 2022 02:11 [IST]
বাবা শম্ভু মিত্রের পদাঙ্ক অনুসরণ করেই সবার চোখের আড়ালে চিরবিদায় নিলেন নাট্যঅভিনেত্রী শাঁওলি মিত্র। বয়স হয়েছিল ৭৪ বছর। রবিবার দুপুর ২ঃ৩০ মিনিট নাগাদ শেষ নিঃশ্বাস করেন তিনি । এদিন দুপুরে বেহালার সিরিটি শ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়।
অভিনয় জগতের স্বনামধন্য দম্পতি বিশিষ্ট শম্ভু মিত্র এবং তৃপ্তি মিত্রের কন্যা শাঁওলী মিত্র নিজেও মঞ্চ দুনিয়ায় স্বাতন্ত্র্যের নজির রেখেছেন। তাঁর পরিচালিত সংস্থা ‘পঞ্চম বৈদিক’র প্রযোজিত নাটকগুলির মধ্যে ‘নাথবতী অনাথবৎ’ সহ আরও কয়েকটি সুখ্যাতি অর্জন করেছে। জাতীয় ও রাজ্য স্তরে বেশ কয়েকটি খেতাব তিনি শর্তজন করেছিলেন।
বাবা শম্ভু মিত্রের মতই শেষ ইচ্ছাপত্রে তিনিও জানিয়ে গিয়েছিলেন, দাহকার্যের পরেই তাঁর মৃত্যুর খবর যেন জানানো হয় সবাইকে। তাঁর শেষকৃত্যে হাজির ছিলেন নাট্যকর্মী এবং রাজনীতিবিদ অর্পিতা ঘোষ সহ ঘনিষ্ট কয়েকজন মাত্র।