অযোধ্যা রায় নিয়ে সুপ্রিম কোর্টের রায় মানতে হঠাৎ বিবৃতি সঙ্ঘের
নয়াদিল্লি, ৩০ অক্টোবর— অযোধ্যার বিতর্কিত জমি মামলা নিয়ে সুপ্রিম কোর্টের রায়দানের সময় যত এগিয়ে আসছে ততই আরএসএস-বিজেপি সহ হিন্দুত্ববাদী নেতারা আশ্চর্যজনকভাবে ‘সহনশীল’ হয়ে উঠছেন। আরএসএস বলেছে, অযোধ্যা নিয়ে সুপ্রিম কোর্টের রায় যাই আসুক, সকলেরই তা সর্বান্তকরণে মেনে নেওয়া উচিত। গোটা দেশে সামাজিক সম্প্রীতি যাতে বজায় থাকে সেটা দেখা সকলেরই দায়িত্ব বলে জানিয়েছে আরএসএস।...