বৈদ্যপুর প্রধানকে স্মারকলিপি
সব জব কার্ডধারীকে ১০০ দিনের কাজ, বকেয়া সমস্ত মজুরি মেটানোর দাবি সহ ছয় দফা দাবিতে সোমবার বৈদ্যপুর গ্রাম পঞ্চায়েত প্রধানকে স্মারকলিপি প্রদান করা হয়। তার আগে সিপিআই(এম)'র কালনা-২ এরিয়া কমিটির বৈদ্যপুর অঞ্চল কমিটির উদ্যোগে গ্যারেজে জমায়েতের পর মিছিল শুরু হয়। পঞ্চায়েত চত্বরে এসে দাবির সমর্থনে বক্তব্য রাখেন শ্রীকুমার দুবে, অশোক গোস্বামী, সুভাষ নন্দী, জয়দীপ ভট্টাচার্য, গোপাল মণ্ডল প্রমুখ।...