অর্থনীতি ডুবছেই
৩৭০ ধারা বাতিল করে গোটা কাশ্মীর উপত্যকাকে কার্যত জেলখানা বানিয়ে কাশ্মীরি তথা সংখ্যালঘু মুসলিমদের অধিকারহীন, মর্যাদাহীন, অনিশ্চয়তার আতঙ্ক গ্রাস করার ঘোরে যখন গোটা দেশ মজে আছে তখন শিল্প তথা কর্মক্ষেত্রের আঙিনা থেকে উঠছে ত্রাহি ত্রাহি রব। সরকারি তথ্য পরিসংখ্যান থেকে একদিকে যেমন আসছে হতাশার পূর্বাভাস অন্যদিকে শিল্প-বাণিজ্য মহল মন্দার হাত থেকে নিস্তার পেতে সরকারের কাছে ধরনা দিচ্ছে ত্রাণ সাহায্যের জন্য। অর্থনীতির হাল কতটা খারাপ হলে মোদী সরকারের ওপর আস্থাশীল শিল্প মহল এমন বেপরোয়া হয়ে বেসুরো গাইতে পারে। আসলে শিল্প মহল একটা সময় পর্যন্ত ধৈর্য ধরেছিল। আশা করেছিল সরকার যথাযথ পদক্ষেপ নেবে এবং ধীরে ধীরে পরিস্থিতির উন্নতি ঘটবে। কিন্তু বাস্তবে ঘটছে উলটোটা। বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় ফেরার পর যখন শেয়ার বাজারে উদ্দীপনা ফেটে পড়ার কথা তখন তার পতন লক্ষ্য করা যাচ্ছে। নতুন সরকারের প্রথম বাজেটেই সকলে এমন কিছু প্রত্যাশা করেছিল যা বৃদ্ধির গতিতে ইন্ধন জোগাবে।...