জম্মু কাশ্মীরে অস্থির পরিবেশ তৈরির প্রতিবাদে বামেদের মিছিল
৩৭০ ধারা বাতিল ও জম্মু ও কাশ্মীরের রাজ্যের মর্যাদা কেড়ে নিয়ে কেন্দ্র শাসিত অঞ্চলে পরিণত করার তীব্র প্রতিবাদে পথে নামল সিপিআই(এম) সহ অন্যান্য বামপন্থীদল গুলো। দিল্লিতে প্রতিবাদ মিছিলে শামিল সমস্ত বামপন্থী দলগুলো। এদিন দুপুর ৩.৩০ মিনিটে পার্লামেন্ট ষ্ট্রিট থেকে শুরু হওয়া মিছিলে হাঁটলেন সিপিআই(এম) সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি, সিপিআই(এম) নেত্রী বৃন্দা কারাট, সিপিআই(এমএল) লিবারেশনের সাধারণ সম্পাদক দীপঙ্কর ভট্টাচার্য, সিপিআই(এম) নেতা এমএ বেবি, সিপিআই(এম) নেতা প্রকাশ কারাট, সাধারণ সম্পাদক সিপিআই ডি রাজা।