প্রয়াত জেলা মহিলা আন্দোলনের বিশিষ্ট নেত্রী কমঃ তৃপ্তি দে
প্রয়াত হলেন ফালাকাটা তথা জেলা মহিলা আন্দোলনের বিশিষ্ট নেত্রী কমঃ তৃপ্তি দে। বয়স হয়েছিল ৬৬ বছর।দীর্ঘদিন যাবৎ লিভারজনিত রোগে ভুগছিলেন। তিনি সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির ফালাকাটা লোকাল ও পরে জোনাল কমিটির সম্পাদিকা ছিলেন।ছিলেন জেলা কমিটির সদস্যাও।