কাশ্মীরের অবস্থা উদ্বেগজনক মানল দেশের শীর্ষ আদালত
‘জম্মু কাশ্মীরের পরিস্থিতি যথেষ্ট উদ্বেগজনক’ মন্তব্য সুপ্রিম কোর্টের। বিচারপতি অরুণ মিশ্র, এমআর শাহ এবং অজয় রাস্তোগি বলেন যে কাশ্মীরের ‘পরিস্থিতি স্বাভাবিক হতে আরও সময় লাগবে’। সেই কারণে এদিন আদালত কাশ্মীরের জনগণের ওপর থেকে নিয়ন্ত্রণ প্রত্যাহার প্রসঙ্গে কোনও রায় দেয়নি। এদিন কংগ্রেস নেতা তেহসিন পুনাওয়ালার জানান যে ৩৭০ ধারা ও ৩৫(ক) ধারা বাতিলের পর কাশ্মীরের অধিকার খর্ব করা হয়েছে এবং রাজনৈতিক নেতা ওমর আবদুল্লা, ফারুক আবদুল্লা ও মেহেবুবা মুফতি সহ সিপিআই(এম) নেতা ইউসুফ তারিগামি ও বহু নেতাকে গ্রেপ্তার করা হয়েছে তাঁদের মুক্তি দেওয়া হোক।