কর্ণাটকে বিজেপি’র বিধায়ক কেনার খেলা সফল আস্থায় পরাস্ত কুমারস্বামী
বেঙ্গালুরু, ২৩ জুলাই— আস্থাভোট নিয়ে প্রবল টানাপোড়েনের শেষে পতন ঘটল এইচ ডি কুমারস্বামীর সরকারের। সরকার ফেলতে লাগাতার চেষ্টা চালিয়েছে বিজেপি, বিপুল অর্থের লেনদেন হয়েছে বলেও অভিযোগ। তারই পরিণতিতে মঙ্গলবার সন্ধ্যায় আস্থা ভোট নেওয়া হয় কর্ণাটক বিধানসভায়। ভোটাভুটির শেষে কুমারস্বামী সরকারের পরাজয় ঘোষণা করেন বিধানসভার অধ্যক্ষ কেআর রমেশ। তিনি জানান আস্থাভোটের পক্ষে ভোট দিয়েছেন ৯৯ বিধায়ক। বিপক্ষে ভোট পড়েছে ১০৫টি। মাত্র ৬ ভোটের ব্যবধানে পরাস্ত হয় কংগ্রেস, জেডি (এস) জোট সরকার।