শুধু শেয়ার নয়, এবার রাষ্ট্রায়ত্ত সংস্থার ঘটিবাটিও বিক্রি করবে মোদী সরকার
নয়াদিল্লি, ৮ আগস্ট— রাষ্ট্রায়ত্ত সংস্থার মালিকানা বা অংশীদারি বিক্রির পাশাপাশি তার জমি, বাড়ি, শিল্প পরিকাঠামো পর্যন্ত ঢালাও বিক্রির তালিকা তৈরি করেছে নীতি আয়োগ। বিক্রিবাটা এমন ভাবে সারা হবে যে, রাষ্ট্রায়ত্ত সংস্থার অবশেষ বলে আর কিছু থাকবে না দেশে। জমি, বাড়ি, শিল্প পরিকাঠামো নিয়ে একেকটি রাষ্ট্রায়ত্ত সংস্থার যা সম্পত্তি রয়েছে, তার হিসাব সেরে ফেলেছে আয়োগ। তা ৩ লক্ষ কোটি টাকায় বিক্রি করে ফেলা যাবে বলে প্রস্তাবে কেন্দ্রকে জানানো হয়েছে নীতি আয়োগের তরফে।...