বৃষ্টি চলবে জানালো আবহাওয়া দপ্তর
বুধবার থেকে শুরু হওয়া লাগাতার বৃষ্টি থেকে আপাতত রেহাই নেই, জানালো আলিপুর আবহাওয়া দপ্তর। শুক্রবারও রাজ্যের বিভিন্ন জায়গায় চলছে বৃষ্টি। বঙ্গোপসাগরে দানা বাঁধা নিম্নচাপের প্রভাবে বুধবার থেকেই বৃষ্টি হচ্ছে। নিম্নচাপটি আপাতত দক্ষিণ ওডিশার উপকূলে অবস্থান করে রয়েছে। এর প্রভাবে সেখানে প্রবল বৃষ্টি হচ্ছে। নিম্নচাপটি থেকে একটি নিম্নচাপ অক্ষরেখা ওডিশা, গাঙ্গেয় দক্ষিণবঙ্গ হয়ে উত্তরবঙ্গের হিমালয়ের পাদদেশ পর্যন্ত বিস্তৃত হয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, ভারী বৃষ্টি হবে নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, দার্জিলিঙ।...