গেস্ট হাউসে এসে প্রিয়াঙ্কার সঙ্গে দেখা করলেন সোনভদ্রে নিহতদের পরিবার
সোনভদ্রে গুলিতে নিহতদের পরিবারের সঙ্গে দেখা করলেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী। উত্তর প্রদেশে মুখ্যমন্ত্রীর পুলিশ সোনভদ্রে যাওয়ার পথেই শুক্রবার আটকে দেয় কংগ্রেসের এই প্রতিনিধি দলকে। ফলে সোনভদ্রে যেতে না পেরে যেখানে প্রিয়াঙ্কা-সহ অন্যান্য কংগ্রেস নেতারা সারা রাত আটক থাকলেন, সেই মির্জাপুরে চুনার গেস্ট হাউসে নিয়ে আসতে হলো নিহতদের পরিবারের সদস্যদের। সেখানে কংগ্রেসের পক্ষ থেকে নিহতদের ১০ লক্ষ টাকা দিয়ে সাহায্য করার কথা ঘোষণা করা হয়।