জলমগ্ন মহানগরে বিদ্যুৎস্পর্শে মৃত ৪
কলকাতা, ১৭আগস্ট– লক্ষ টন পলি তোলার আখ্যানেও বদলানো গেল না কলকাতার জল-যন্ত্রণা!
বর্ষার আগে সাংবাদিক বৈঠক করেছিলেন মেয়র ফিরহাদ হাকিম। হিসাব দিয়ে জানিয়েছিলেন, শুধু গত বছরেই কলকাতার নিকাশি নালা থেকে নাকি তোলা হয়েছে ১লক্ষ ৭৪হাজার টন মাটি। তার আগের বছরেও তোলা হয়েছে দেড় লক্ষ টন পলি। এসব তথ্য শুনিয়ে মেয়র শুনিয়েছিলেন, ‘‘সামনের বর্ষায় জল জমবে না আর কলকাতায়।’’...