এসএফআই'র জেলা সম্মেলনের অভ্যর্থনা কমিটি
-
গণশক্তির প্রতিবেদন
- Nov 30, 2019 19:57 [IST]
- Last Update: Nov 30, 2019 19:57 [IST]
এসএফআই'র
বর্ধমান জেলার ৩৬ তম জেলা সম্মেলন হবে আগামী ১৮--১৯ জানুয়ারি কালনা শহরে। সেই সম্মেলন সফল করার জন্য শনিবার মহিষমর্দিনী
ইনস্টিটিউশনে এক সাধারণ সভার মধ্য দিয়ে অভ্যর্থনা কমিটি গঠিত হয়। কমিটি গঠিত হয় ডাঃ
গৌরাঙ্গ গোস্বামীকে সভাপতি ও প্রবীর ভৌমিককে সম্পাদক করে। ২৩৬ জনের সাধারণ সভায় বক্তব্য
রাখেন সংগঠনের বর্ধমান জেলা সম্পাদক অনির্বাণ রায়চৌধুরি, ডাঃ
গৌরাঙ্গ গোস্বামী, স্বপন ব্যানার্জি। সভা পরিচলনা করেন
সংগঠনের সভাপতি বিশ্বরূপ হাজরা।
বক্তারা বলেন
সদিচ্ছা থাকলে যে ভালো কাজ করা যায় শিক্ষাক্ষেত্রে করে দেখিয়েছে কেরালা। এই রাজ্য নীতি আয়োগের
সূচকে শিক্ষার ক্ষেত্রে সব রাজ্যের থেকে এগিয়ে আছে। অথচ কেরালা জনঘনত্বে
পশ্চিমবঙ্গের থেকেও বেশি। ২০১৫-১৬-র তুলনায় ২০১৬-১৭তে রাজ্যগুলি শিক্ষার মানে
কতটা উন্নয়ন ঘটিয়েছে, তার সূচক তৈরি করেছে নীতি আয়োগ। সেই সূচক অনুযায়ী কেরলের
স্কোর ৭৬.৬ শতাংশ। আর সে ক্ষেত্রে উত্তর প্রদেশের স্কোর ৩৬.৪ শতাংশ। আর এটা সম্ভব হয়েছে
কেরালায় এলডিএফ সরকার আছে বলেই।