জাতীয় যোগ ব্যায়াম চ্যাম্পিয়ন শিবমকে শুভেচ্ছা এসএফআই'র
-
গণশক্তির প্রতিবেদন
- Jun 29, 2020 19:26 [IST]
- Last Update: Jun 29, 2020 19:26 [IST]
উত্তর চব্বিশ পরগনার অশোকনগরের কয়াডাঙা এলাকার শিবম দেবনাথ। জাতীয় যোগ প্রতিযোগিতায় প্রথম স্থান দখল করেছে চতুর্থশ্রেণির ছাত্র শিবম। লকডাউনের কারণে ফাইনাল রাউন্ডের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছিল ভিডিও কনফারেন্সিং প্রযুক্তির মাধ্যমে। দেশের সমস্ত রাজ্যের চ্যাম্পিয়নরা অংশ নিয়েছিল সেই প্রতিযোগিতায়। সবাইকে টপকে প্রথম হয়ে অশোকনগর তথা গোটা রাজ্যের মুখ উজ্জ্বল করেছে ছোট্ট শিবম। আজ ভারতের ছাত্র ফেডারেশন অশোকনগর শহর আঞ্চলিক কমিটির পক্ষ থেকে তার বাড়ি গিয়ে তাকে শুভেচ্ছা জানিয়ে আসা হয়। পরিবারের সাথেও কুশল বিনিময় করেছেন ছাত্র নেতারা। অশোকনগর কল্যানগড় পৌরসভার ২ নং ওয়ার্ডের বাসিন্দা বৈদ্যনাথ দেবনাথ তার ছেলের এই সাফল্যে অত্যন্ত খুশি। ধন্যবাদ দিয়েছেন এসএফআই’র এই শুভেচ্ছা জানানোর উদ্যোগকে। আজ এসএফআই নেতা আকাশ কর, সন্দীপ আচার্য্য, আকাশ আইচ, নীলাভ মুখার্জি, স্নেহাশীষ গাঙ্গুলি প্রমুখ শিবমকে শুভেচ্ছা জানাতে যান। আগামীদিনে শিবমের পড়াশোনা ও এই যোগ সংক্রান্ত যে কোনো প্রয়োজনে এসএফআই পাশে থাকবে বলে তারা জানিয়েছেন।