মার্কিন দূতাবাসের সামনে বিক্ষোভ দেখালো ছাত্র-যুবরা
-
গণশক্তির প্রতিবেদন
- Nov 13, 2019 21:06 [IST]
- Last Update: Nov 13, 2019 21:06 [IST]
বিশ্ব জুড়ে মার্কিন সাম্রাজ্যবাদের
আগ্রাসনের প্রতিবাদে কলকাতায় মার্কিন দূতাবাসের সামনে বিক্ষোভ দেখালো এসএফআই এবং
ডিওয়াইএফআই। বলিভিয়ায় নির্বাচন পরবর্তী বিরোধী অভ্যুত্থানে পদত্যাগ করতে বাধ্য
রাষ্ট্রপতি হন ইভো মোরালেস। ষড়যন্ত্র আগে থেকেই চলছিল। দিন কয়েক আগে সোশ্যাল
মিডিয়ায় একটি অডিও ফাঁস হয়। ফাঁস হওয়া অডিও টেপ অনুসারে বলিভিয়াতে এক
সিভিল-মিলিটারি সরকার গঠন করার কথা বলা হয়েছিল। ওই পরিকল্পনায় বলা হয়েছিল যদি
মোরালেস ২০ অক্টোবরের নির্বাচনে জয়ী হন তাহলে তাঁর জয়কে কোনোভাবেই মেনে নেওয়া
হবেনা এবং নির্বাচনে দুর্নীতির অভিযোগ তোলা হবে। সেই চিত্রনাট্য মেনেই নির্বাচিত
রাষ্ট্রপতি ইভো মোরালেসকে অপসারণ। প্রতিবাদে বুধবার পার্কস্ট্রিট মোড় থেকে মিছিল
করে এসএফআই এবং ডিওয়াইএফআই। মিছিল মার্কিন দূতাবাসের আগেই পথ আটকায় পুলিশ।
ব্যারিকেড দিয়ে ফিরে ফেলা হয়। বাধ্য হয়ে সেখানেই প্রতিবাদ সভা করেন ছাত্র যুবরা।
সভায় সভাপতিত্ব করেন ডিওয়াইএফআই রাজ্য কমিটির সভাপতি মীনাক্ষী মুখার্জি। উপস্থিত
ছিলেন ডিওয়াইএফআই রাজ্য সম্পাদক সায়নদীপ মিত্র। ডিওয়াইএফআই রাজ্য সম্পাদক মণ্ডলীর
সদস্য ধ্রুবজ্যোতি চক্রবর্তী। এসএফআই ও ডিওয়াইএফআই পশ্চিমবঙ্গ রাজ্যকমিটির ডাকে
বুধবার বিকেল ৩টে নাগাদ এই মিছিল ও বিক্ষোভ কর্মসূচি সংগঠিত হয়।