দ্রুত স্কুল, কলেজ খোলার দাবিতে এসএফআই'র বিক্ষোভ
-
গণশক্তির প্রতিবেদন
- Jan 11, 2021 21:36 [IST]
- Last Update: Jan 11, 2021 21:36 [IST]
প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে দ্রুত স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় খোলার দাবি নিয়ে সোমবার দুপুর থেকে বিকাল, সারাদিন ব্যাপী কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে অবস্থান, বিক্ষোভ করলেন এসএফআই কর্মীরা। এই দাবি নিয়ে গত ৭ জানুয়ারি থেকে কলকাতার বিভিন্ন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের সামনে বিক্ষোভ দেখিয়েছেন এসএফআই কর্মীরা। সোমবার কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে কেন্দ্রীয় অবস্থান বিক্ষোভের আহ্বান জানিয়েছিল এসএফআই'র কলকাতা জেলা কমিটি। এদিন দুপুর থেকেই কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে জড়ো হতে থাকেন এসএফআই কর্মী সমর্থক সহ বিভিন্ন অংশের ছাত্র ছাত্রীরা। বেলা ১ টা থেকে সন্ধে ৬ টা পর্যন্ত, চলে টানা অবস্থান বিক্ষোভ। কলকাতা বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে বহু ছাত্র ছাত্রী বিক্ষোভ দেখায়, পড়ুয়াদের স্বার্থে দ্রুত স্কুল, কলেজ,বিশ্ববিদ্যালয় খোলার যুক্তিগুলো তুলে ধরে বিক্ষোভ অবস্থানে বক্তব্য রাখেন অধ্যাপক পার্থ প্রতিম বিশ্বাস, এসএফআই কলকাতা জেলার সম্পাদক সমন্বয় রাহা, সহ এসএফআই'র জেলা ও রাজ্য স্তরের নেতারা। বিক্ষোভ সভা পরিচালনা করেন-অর্জুন রায়। প্রসঙ্গত, করোনা সংক্রমণের কারনে ২০২০ সালের সেই মার্চ মাস থেকে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় বন্ধ। প্রায় এক বছরের কাছাকাছি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের কারণে পড়ুয়াদের পঠন-পাঠনের স্বাভাবিক পরিবেশ বিঘ্নিত। এই পরিস্থিতিতে অনলাইন ব্যবস্থার মাধ্যমে পঠন-পাঠন চললেও সেই ব্যবস্থায় শিক্ষা গ্রহণে বেজায় সমস্যার মধ্যে সাধারণ গরিব , নিম্ন, মধ্যবিত্ত পরিবারের পড়ুয়ারা। কারণ-অনলাইন ব্যবস্থায় প্রযুক্তিগত ব্যবহারের ক্ষেত্রে প্রয়োজনীয় এনড্রয়েড ফোন, ট্যাব, কিংবা কম্পিউটার নেই একটা বড় অংশের পড়ুয়াদের। ফলত এই ব্যবস্থা শিক্ষা ক্ষেত্রে একটা বিভাজনের সমীকরণ তৈরি করছে পড়ুয়াদের মধ্যে।কেউ পড়বে, কেউ পড়তে পারবে না, অনলাইন শিক্ষা ব্যবস্থা আদতে সেই সমীকরণটাকেই তুলে ধরছে। পঠন-পাঠনের ক্ষেত্রে এই বিভাজন মেনে নেবেন না বলেই এদিন অবস্থান বিক্ষোভ থেকে সাফ জানিয়েছেন এসএফআই কর্মীরা। ছাত্র নেতাদের কথায় পঠন-পাঠনের ক্ষেত্রে স্বাভাবিক ছন্দ ফিরিয়ে আনতে দ্রুত প্রয়োজনীয় স্বাস্থ্য বিধি মেনে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় খুলতে হবে। একাজে গড়িমসি হলে বড়সড় আন্দোলনের পথেই যাবে এসএফআই।