আন্দোলনের চাপে ফি কমালো স্কুল কর্তৃপক্ষ
-
গণশক্তির প্রতিবেদন
- Jan 11, 2021 15:11 [IST]
- Last Update: Jan 11, 2021 15:11 [IST]
ইটাহার গার্লস স্কুলের পর ইসলামপুর হাই স্কুলে বর্ধিত ফি নেওয়ার বিরুদ্ধে পথে নামলো এসএফআই। মাধ্যমিকের ফর্ম ফিলাপের শেষ দিনে আন্দোলনের চাপে চাঞ্চল্য ছড়াল শহরের প্রতিষ্ঠিত স্কুলে। মাধ্যমিকের ফর্ম ফিলাপে সরকারি নির্ধারিত ফি ১৬৫ টাকা। পাশে ইসলামপুর গার্লস হাই স্কুলে যেখানে নির্ধারিত ফি নিচ্ছে সেখানে ইসলামপুর হাই স্কুলে ৫০০ টাকা ফি নেওয়া হচ্ছে কেন প্রশ্ন তুলে মাধ্যমিকের পরীক্ষার্থীদের সঙ্গে নিয়েও আন্দোলনে নামলো এসএফআই ইসলামপুর কমিটি। এদিকে বর্ধিত ফি নেওয়ার প্রতিবাদে কয়েক দিন ধরে ইটাহার গার্লস হাই স্কুলে এসএফআই আন্দোলন অব্যাহত। এবার ইসলামপুর হাই স্কুলে ৫০০ টাকা ফি নেওয়ার প্রতিবাদে প্রধান শিক্ষকের ঘরের সামনে স্কুলের বাইরে ছাত্রদের বিক্ষোভ। সোমবার সকাল থেকে দফায় দফায় আলোচনা শেষে দুপুরে ফি কমাতে বাধ্য হয়েছে ইসলামপুর হাই স্কুল কর্তৃপক্ষ। প্রধান শিক্ষক ন্যূনতম ফি নেওয়ার কথা ঘোষণা করেন। আন্দোলন তুলে নিয়ে এসএফআই নেতৃবৃন্দ ছাত্রদের সাথে নিয়ে ফর্ম ফিলাপে সাহায্য করেন বলে জানা গেছে।
এদিন ছাত্র বিক্ষোভ আন্দোলনে উপস্থিত ছিলেন এসএফআই উত্তর দিনাজপুর জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য শুভদীপ বিশ্বাস, ইসলামপুর শহর লোকাল সম্পাদক অরুণাভ ভাওয়াল, সভাপতি নিধি সূত্রধর ছাড়াও শতাধিক ছাত্র ছাত্রী।