জলপাইগুড়িতে এসএফআই’র পরাক্তনী পুনর্মিলন অনুষ্ঠান
-
গণশক্তির প্রতিবেদন
- Jan 11, 2021 20:41 [IST]
- Last Update: Jan 11, 2021 20:41 [IST]
জলপাইগুড়ি জেলার ষাটের দশকে বঙ্গীয় প্রাদেশিক ছাত্র ফেডারেশন এর সক্রিয় কর্মীরদের সাথে একই প্রাঙ্গনে আড্ডা দিচ্ছে সদ্য এস এফ এই প্রাক্তনী কর্মীরা। জলপাইগুড়ি রবীন্দ্রভাবন প্রাঙ্গনে জলপাইগুড়ি এস এফ এই প্রাক্তনীদের প্রথম বার্ষিক পুনর্মিলন অনুষ্ঠানে। প্রথম বছর এই পুনর্মিলন দেশের কৃষকদের ও কোভিক্ট এ ক্ষতিগ্রস্ত দের উৎসর্গ করা হয়। এই অভিনভ অনুষ্ঠানএর উদ্যোক্তাদের কোথায় আগামী বছর গুলিতেও এই রকম পুনর্মিলন হবে। এই পুনর্মিলন নিছক কোনো আনন্দ উৎসবে সীমাবদ্ধ থাকবেনা ছাত্র আন্দোলনের ঐতিহ্য মেনেই সামাজিক কাজ করা হবে, যে ভাবে এ বছর দিল্লিতে কৃষক আন্দোলনের পাশে থাকবার তাগিদ অনুভব করে ,তাৎক্ষণিক সিদ্ধান্তে এস এফ এই এর পঞ্চাশের সমাপ্তি অনুষ্ঠানে জে এন ইউ ছাত্র সংসদের সভাপতি ঐশী ঘোষের হাত দিয়ে ৩৫০০০টাকা পাঠানো হয়েছে। এইদিন আরও কিছু অর্থ সংগ্রহ হয়েছে তাও পাঠানো হবে দিল্লির কৃষক দের জন্য। একই ভাবে বিভিন্ন রাজনৈতিক সামাজিক কর্মসূচিতে এই প্রাক্তনীরা মিলিত হবে। এ দিন সন্ধ্যায় বিভিন্ন সময়ের ছাত্র আন্দোলনের কর্মীরা নিজ নিজ সময়ের সময়ের ছাত্র আন্দোলনের সাথীদের খুজেপেয়ে কফির কাপ হাতে নিয়ে আড্ডায় মেতে ওঠেন। বি পি এস এফ থেকে এস এফ এই এই দীর্ঘ পথ চলার সাক্ষী অনেক কর্মী নেতৃত্ব তাদের সোনালী ইতিহাসের স্মৃতির কথা বর্তমান ছাত্রদের সাথে ভাগকরেনেন। আর তারসাতেই মুক্ত মঞ্চে গান নাচ আবৃতিতে মাতিয়ে তলে প্রাক্তনী দের সাথে বর্তমান ছাত্র কর্মীরা বাদ যায়নি আগামী প্রজন্ম, চার বছরের তোজোর আদো আদো শুরে একলা চলো গানে মেতে ওঠেন উপস্থিত সকলেই। আন্তরিক মেলবন্ধনের চেহারা নেয় এই প্রাক্তনী পুনর্মিলন। জেলার বিভিন্ন প্রান্ত থেকে উপস্থিত প্রাক্তনীরা ঘোষণা করেন আগামীতে তাদের এলাকাতেও একইভাবে এই প্রাক্তনী পুনর্মিলন তারা করবেন।গানে নৃত্যে আবৃতি আড্ডায় নতুন আশা সঞ্চার করে শেষ হয় এই পুনর্মিলন।