এসএফআই'র আন্দোলনে ফি কমল হুগলীর স্কুলে
-
গণশক্তির প্রতিবেদন
- Jan 15, 2021 23:37 [IST]
- Last Update: Jan 15, 2021 23:37 [IST]
ফের অন্যায় ভাবে ফি বৃদ্ধির প্রতিবাদে আন্দোলন গড়ে তুলে জয় ছিনিয়ে আনলো এসএফআই হুগলী জেলা নেতৃবৃন্দ। শুক্রবার ভারতের ছাত্র ফেডারেশন কোন্নগর আঞ্চলিক কমিটির উদ্যোগে কোন্নগর নবগ্রাম বিদ্যাপীঠের সামনে বিক্ষোভসভা করেন ছাত্র নেতৃবৃন্দ। দাবি ছিল সরকারি নির্দেশিকা অনুযায়ী ২৪০ টাকার অধিক ফি নেওয়া চলবে না। এই দাবিতে ডেপুটেশন দেওয়া হয় প্রধান শিক্ষক মহাশয়ের কাছে। উনি এসএফআইয়ের নেতৃত্বের কাছ থেকে ৪৮ ঘন্টা সময় চায়। সেইমতো শুক্রবার এসএফআই নেতৃত্ব স্কুলে যায়। কিন্তু প্রধান শিক্ষক মহাশয় ছাত্র নেতৃত্বকে জানান কোন টাকা কমানো যাবে না, সভাপতি জানিয়ে দিয়েছেন। তারপর সভাপতি আসেন, সভাপতির সাথে ছাত্র নেতৃত্ব এবং ব্যাপক অংশের অভিভাবক বৈঠকে বসে। সেখানে জনৈক সভাপতি যিনি শাসকদলের নেতা ছাত্র নেতৃত্বদের মেরে বার করে দেওয়ার হুমকি দেন সকলের সামনে। তারপর দীর্ঘ ৫ ঘন্টা আন্দোলন চলে অভিভাবকদের সাথে নিয়ে। সবশেষে ছাত্র আন্দোলনের চাপে সরকার পরিচালিত স্কুল কর্তৃপক্ষ বাধ্য হয় সমস্ত ছাত্রদের থেকে ৩০০ টাকা স্কুল ফি কমাতে এবং যারা দিতে একেবারেই পারবেন না, তারা ২৪০ টাকাই দেবেন এই কথা জানানো হয়। এদিন এসএফআই পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সদস্য অর্ণব দাস জানান পূর্বে স্কুল কর্তৃপক্ষ ঘোষণা করেছিলো ক্লাস ফাইভে ১১০০ টাকা ও অন্যান্য ক্লাসে ৮৮৫ টাকা ফি দিতে হবে। আমরা বলেছিলাম সরকারি নির্দেশিকা যেখানে ২৪০ টাকা সেখানে অতিরিক্ত ফি নিচ্ছেন কেন? যখন এই কথা বলছি তৃণমূলের জনৈক নেতা যিনি কিনা এই বিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতি তিনি আমাদের হুমকি দেন ছেলে নিয়ে এসে মারধোর করে বের করে দেবেন। একটা নির্লজ্জ সরকার চলছে পশ্চিমবঙ্গে যে সরকার কাটমানি ছাড়া কিছুই বোঝেনা তার বিরুদ্ধে এসএফআই'র প্রতিবাদ চলছে চলবেও।

হুগলী জেলার যে স্কুলেই অতিরিক্ত ফি চাইবে সেখানেই আমরা আন্দোলন গড়ে তুলবো। এই জয় এসএফআই এর আন্দোলনের জয়, ছাত্রদের অধিকার রক্ষার স্বার্থে ছাত্র, শিক্ষক, অভিভাবকদের জয়। এছাড়াও কোন্নগরের পাশাপাশি কোতরং এও এদিন ফি বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভসভা হয় ভদ্রকালী দেশপ্রিয় বালিকা বিদ্যামন্দিরের সামনে। বিক্ষোভসভায় তৃণমূল পরিচালিত স্কুলের পরিচালন সমিতির সদস্যরা ছাত্রকর্মীদের সাথে বচসায় জড়ান। মাইক কেড়ে নেওয়া হয় বলে জানিয়েছেন ছাত্র নেতৃবৃন্দ। উপস্থিত ছিলেন এসএফআই জেলা সভানেত্রী নবনীতা চক্রবর্তী, ছাত্রনেতা কৌশিক নন্দী, ময়ুখ রায়চৌধুরি। ছাত্রনেত্রী নবনীতা চক্রবর্তী জানান দীর্ঘ বিক্ষোভের পর শিক্ষিকারা আমাদের ও সংস্লিষ্ট অভিভাবকদের আলোচনার জন্য ডাকেন। ১০০০ টাকা ফি নেওয়া সত্ত্বেও শিক্ষিকারা এদিন স্বীকার করতে চাননি কি হারে ফি নেওয়া হচ্ছে। শিক্ষিকাদের আচরণ দেখেছি আমরা তা কোনভাবেই শিক্ষিকাসুলভ নয়।