৯ তারিখ পর্যন্ত শান্তনু মুলুককে গ্রেপ্তার করতে পারবে না পুলিশ
-
গণশক্তির প্রতিবেদন
- Feb 25, 2021 16:14 [IST]
- Last Update: Feb 25, 2021 16:14 [IST]
মার্চের ৯ তারিখ পর্যন্ত গ্রেপ্তার হওয়া থেকে আইনি রক্ষা পেল টুলকিট মামলায় অন্যতম অভিযুক্ত শান্তনু মুলুক। কৃষক আন্দোলন সমর্থন করে দিশা রবির সঙ্গে টুলকিট মামলাতে অন্যতম অভিযুক্ত শান্তনু মুলুক। বৃহস্পতিবার দিল্লি আদালত শান্তনু মুলুকের আইনি সুরক্ষার আবেদন গ্রহণ করে।
দিল্লি আদালতের বিচারপতি ধর্মেন্দ্র রানা এদিন তার এই আবেদন গ্রহণ করে পুলিশকে নির্দেশ দেয় কোনো ভাবেই ৯ মার্চ পর্যন্ত মুলুককে গ্রেপ্তার করা যাবে না। যদিও আদালতে দিল্লি পুলিশ আবেদন করেছিল মুলুকের বিরুদ্ধে অভিযোগের ভিত্তিতে তদন্ত করতে আরও কিছু সময় লাগবে।