সিকিমে বরফ চাপা পড়ে প্রাণ গেল মেজরের
-
নিজস্ব প্রতিনিধি
- Feb 11, 2019 17:12 [IST]
- Last Update: Feb 11, 2019 10:54 [IST]
শিলিগুড়ি, ১০ ফেরুয়ারি— প্রবল তুষারঝড়ে উত্তর সিকিমে প্রাণ গেল সেনাবাহিনীর এক মেজরের। নয়ডা নিবাসী মেজর নিশিথ ডোগরা উত্তর সিকিমের ভারত-চীন সীমান্তে কর্মরত ছিলেন। বরফের তলা থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও তাঁকে বাঁচানো যায়নি।
শনিবার সকাল থেকেই প্রবল তুষারপাত ও ঝোড়ো হাওয়া বইতে থাকে উত্তর সিকিমে। সারাদিনের এই দুর্যোগের পর সন্ধ্যার পর থেকে মেজর নিশিথ ডোগরাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। ওই অফিসারকে খুঁজতে সঙ্গে সঙ্গে শুরু হয় তল্লাশি অভিযান। কয়েক ঘণ্টা তল্লাশি চালানোর পর উদ্ধারকারী দল রাত ১০টা নাগাদ খোঁজ পায় মেজরের। প্রায় ৫-৬ ফুট বরফের নিচে আটকেছিলেন ওই সেনা আধিকারিক। তাঁকে উদ্ধার করে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা শুরু হলেও শেষ রক্ষা হয়নি। রবিবার ভোর রাতে শেষনিঃশ্বাস ত্যাগ করেন ওই সেনা আধিকারিক। তাঁর মরদেহ প্রথমে ব্যাঙডুবি ক্যাম্পে নিয়ে আসা হয়। সেখান থেকে তাঁর মরদেহ নিয়ে যাওয়া হবে নয়ডায় তাঁর বাড়িতে।