অবশেষে বাড়ি ফিরলেন সৌরভ
-
-
- Jan 08, 2021 01:33 [IST]
- Last Update: Jan 08, 2021 03:00 [IST]
দা—দা, দা—দা। সৌরভ গঙ্গোপাধ্যায় নিশ্চিতভাবেই তাঁর ক্রিকেটের দিনে ফিরে গিয়েছিলেন বৃহস্পতিবার। গতদিন হাসপাতাল থেকে বাড়ি ফেরার কথা ছিল, তবে কিছুটা বাড়তি বিশ্রাম নিতে নিজেই একটা দিন অতিরিক্ত থাকার সিদ্ধান্ত নিয়েছিলেন। বুধবার সকালে দাদা-ভক্তদের ভিড়ে ঠাসা আলিপুরের ওই বেসরকারি হাসপাতাল চত্বর ছাড়তে হয়েছিল একরাশ মন খারাপ নিয়ে। বৃহস্পতিবার হাসপাতালের ভেতর বেরিয়ে আসার সময় ভিড়ের মধ্যে থেকে চেনা মুখটার দৃশ্যমানতা ক্রমশ বাড়ছিল। সেই সঙ্গে অনুরাগীদের চিৎকারও পাল্লা দিচ্ছিল।
বেরিয়ে এসে চিকিৎসকদের প্রতি কৃতজ্ঞতা জানান ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি তথা ভারতের প্রাক্তন অধিনায়ক। বলেন, সম্পূর্ণ ভালো আছি। এই হাসপাতালের চিকিৎসক, নার্স এবং প্রত্যেককে ধন্যবাদ জানাই এত ভালোভাবে দেখভাল করার জন্য।’ পাঁচদিন হাসপাতালে কাটানোর পর যাবতীয় উদ্বেগের অবসান ঘটিয়ে বাড়িতে ফিরলেন সৌরভ। রওনা দেওয়ার আগে জানিয়ে গেলেন, খুব শীঘ্র বিমানযাত্রা পর্যন্ত করতে পারবেন।
হাসপাতালের এমডি ও সিইও ডাঃ রূপালি বসু বলেন, হাসপাতাল থেকে ছাড়া হলেও প্রতিদিন সৌরভকে কড়া পর্যবেক্ষণের মধ্যে থাকতে হবে। তিনটি ব্লক পাওয়া যায় তাঁর হৃদযন্ত্রে। একটিতে স্টেন্ট বসলেও বাকি দু’টি নিয়ে সিদ্ধান্ত নিতে কলকাতায় উড়ে আসেন বিশিষ্ট হৃদ্রোগ বিশেষজ্ঞ দেবী শেঠি। এছাড়াও দেশ-বিদেশের নামী চিকিৎসকদের মতামত নেওয়া হয়েছিল। আপাতত ছাড়া পেলেও ২-৩ সপ্তাহের মধ্যে আবার তাঁকে হাসপাতালে ফিরতে হবে বাকি দু’টি ব্লকেজের চিকিৎসার জন্য। মঙ্গলবার দেবী শেঠি সৌরভকে পর্যবেক্ষণের পর জানিয়েছিলেন, এখন তাঁর হৃদপিণ্ডের অবস্থা একজন ২০ বছরের তরুণের মতো। সৌরভ চাইলে যথেচ্ছ ক্রিকেট খেলতে পারেন বলেও মন্তব্য করেন বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ।
২ জানুয়ারি বেলা ১১টা নাগাদ নিজের বাড়ির বাগানে জিম সেশন চলাকালীন অসুস্থ বোধ করেন সৌরভ। বমিও হয় খানিকটা। নিজের বন্ধুসম এক চিকিৎসক ডাঃ সপ্তর্ষি বসুর সঙ্গে আলোচনা করলে ওই চিকিৎসক তাঁকে হাসপাতালে আসার পরামর্শ দেন। সেখানেই ৯৫ শতাংশ ব্লক ধরা পড়ে সৌরভের।