দক্ষিণ দিনাজপুরের গ্রামে গ্রামে কৃষক জাঠা
-
গণশক্তির প্রতিবেদন
- Jan 14, 2021 19:50 [IST]
- Last Update: Jan 14, 2021 19:50 [IST]
দিল্লির উপকন্ঠে অন্নদাতা কৃষকদের ন্যায্য দাবির লড়াইকে সংহতি জানিয়ে দক্ষিণ দিনাজপুরের কৃষকরা কোমর বেঁধে পথে নেমেছেন। বৃহস্পতিবার সারা ভারত কৃষক সভা সহ খেতমজুর ইউনিয়নের সদস্যরা গঙ্গারামপুর ব্লকের সুকদেবপুর অঞ্চলের কৃষক জাঠা মিছিল করে।

বালুরঘাট ব্লকের কৃষকরা চার নম্বর হরসুরা গ্রাম পঞ্চায়েতের সমস্ত বুথ অতিক্রম করে। দুপুরে মধ্যাহ্ন আহারের ব্যবস্থা করে গ্রামবাসীরা। গ্রামের মোড় গুলিতে পথসভা হয়। চিঙ্গিশপুরের দহঘাট থেকে গোপালপুর পর্যন্ত সারা ভারত কৃষক সভা ও সংযুক্ত কিষান সভার সদস্যরা জোরদার জাঠা মিছিল করে। পথে বিশেষ বিশেষ স্থানে পথসভা হয় কৃষকদের ন্যায্য দাবি নিয়ে।